AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গাছের নাড়ি-নক্ষত্র বুঝতে বুঝতেই কীভাবে বিজেপির মন্ত্রী হয়ে গেলেন সুকান্ত...

গাছের নাড়ি-নক্ষত্র বুঝতে বুঝতেই কীভাবে বিজেপির মন্ত্রী হয়ে গেলেন সুকান্ত…

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Dec 24, 2025 | 6:43 PM

Share

Sukanta Majumder: কলেজে পড়ানোর সময় থেকে আরএসএস-এর সঙ্গে যোগ, কিন্তু সক্রিয়ভাবে রাজনীতিতে ছিলেন না সুকান্ত মজুমদার। পরবর্তীতে রাজনৈতিক দলের সদস্য হওয়া এবং রাজ্য বিজেপির সভাপতি হওয়া। আর বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। সুকান্ত মজুমদারের শিক্ষাগত যোগ্যতা জানেন?

কলেজে পড়ানোর সময় থেকে আরএসএস-এর সঙ্গে যোগ, কিন্তু সক্রিয়ভাবে রাজনীতিতে ছিলেন না সুকান্ত মজুমদার। পরবর্তীতে রাজনৈতিক দলের সদস্য হওয়া এবং রাজ্য বিজেপির সভাপতি হওয়া। আর বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। সুকান্ত মজুমদারের শিক্ষাগত যোগ্যতা জানেন?

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বটানি (উদ্ভিদবিদ্যা)-র অধ্যাপক ছিলেন সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদের ছোটবেলা কেটেছে বালুরঘাটেই। সেখানেই পড়াশোনা। বালুরঘাটের খাদিমপুর হাইস্কুল থেকে ১৯৯৮ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। ২০০৩ সালে বালুরঘাট কলেজ থেকে বটানি বিষয়ে স্নাতক হন সুকান্ত। এরপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে এমএসসি-র পাঠ সম্পূর্ণ করেন। ২০১৮ সালে ওই বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি করেন তিনি। উদ্ভিদবিদ্যায় গবেষণা করেছেন সুকান্ত মজুমদার। তাঁর গবেষণাপত্রও রয়েছে। তবে বর্তমানে অধ্যাপনার সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর। এখনও অবশ্য সময়-সুযোগ হলে ক্লাসরুমে ঢুকে চক হাতে নিয়ে পড়াতে শুরু করেন তিনি। এমন দৃশ্যও দেখা গিয়েছে সাম্প্রতিক অতীতে।

Published on: Dec 24, 2025 06:42 PM