Winter in Kolkata: দার্জিলিংয়ে ৬ ডিগ্রি, ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতায় ঠিক কতটা পারদ পতন?

Weather Forecast: এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৪৩ থেকে ৮৬ শতাংশের মধ্যে।

Winter in Kolkata: দার্জিলিংয়ে ৬ ডিগ্রি, ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতায় ঠিক কতটা পারদ পতন?
Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Dec 03, 2025 | 12:23 PM

কলকাতা: ঘূর্ণিঝড় দিতোয়া ইতিমধ্যেই উপকূলের কাছাকাছি আসতেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর বলছে আগামীতে এটি আরও শক্তি হারিয়ে দুর্বল হয়ে যাবে। এর কোনও প্রভাবই বাংলায় পড়ছে না। নেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মোটের উপর গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া থাকছে। পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রার আরও বেশ কিছুটা পারাপতন দেখা যাবে। আগামী ৩ থেকে ৪ দিনে অন্তত দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারাপতন দেখা যেতে পারে। 

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৪৩ থেকে ৮৬ শতাংশের মধ্যে। গোটা শহরেই উত্তর পশ্চিমের বাতাস বইছে। আগামী কয়েকদিনে শহরেও তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। শুক্র থেকে শনিবার নাগাদ কলকাতার পারদ নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস থাকছেই না।  পশ্চিমের জেলায় তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের হাওয়াও মোটের উপর শুষ্ক থাকছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের আশপাশে ঘোরাফেরা করছে। ইতিমধ্যেই দার্জিলিংয়ের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে। মালদহে যদিও তা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। এরমধ্যে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে। উইকেন্ডে পার্বত্য এলাকাতেও অনেকটাই বাড়বে কুয়াশার সম্ভাবনা।