
কলকাতা: কোথায় গেল নিম্নচাপ? বাংলার কোন কোন জেলায় বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর? এটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন বঙ্গবাসীর ক্ষেত্রে। আহাওয়া দফতর বলছে নিম্নচাপ বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে। ফলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এর প্রভাব দেখা যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে এটি স্থলভাগে প্রবেশ করবে। এর সরাসরি প্রভাব নেই বাংলায়। ফলে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে এদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে চার থেকে পাঁচ জেলায়। শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সোমবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৫ থেকে ৯৮ শতাংশের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ৮.৪ মিলিমিটার।
তবে উত্তরবঙ্গে গত কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও এবার ধীরে ধীরে কাটছে মেঘ। হাওয়া অফিস বলছে, শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে।