পাসপোর্টের জন্য আবেদন করতে চান? ‘ভেরিফিকেশন’-এর জন্য কী কী ধাপ পেরতে হয়, কত টাকা লাগে

Aug 02, 2024 | 4:34 PM

Passport Verification Process: পুলিশের তরফ থেকে সাধারণ মানুষের সুবিধার জন্য সেই পদ্ধতি বোঝালেন খোদ হাওড়ার পুলিশ কমিশনার। প্রক্রিয়াটা ঠিক কী, এই নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। তবে এটি অত্যন্ত জরুরি একটি বিষয়।

পাসপোর্টের জন্য আবেদন করতে চান? ভেরিফিকেশন-এর জন্য কী কী ধাপ পেরতে হয়, কত টাকা লাগে

Follow Us

কলকাতা: শুধুমাত্র বিদেশ যাওয়ার জন্যই পাসপোর্টের প্রয়োজন হয়, এমনটা নয়। পরিচয়পত্র হিসেবেও বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাসপোর্ট। তবে পদ্ধতি অনেক জটিল ভেবে অনেকেই আবেদন করতে চান না। সব নথি দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করার পর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়। সেই ভেরিফিকেশনের পদ্ধতি কি সত্যিই জটিল?

পুলিশের তরফ থেকে সাধারণ মানুষের সুবিধার জন্য সেই পদ্ধতি বোঝালেন খোদ হাওড়ার পুলিশ কমিশনার। প্রক্রিয়াটা ঠিক কী, এই নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।

রাজ্য পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই পুরো পদ্ধতি বর্ণনা করেছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী।

পুলিশ কমিশনার জানিয়েছেন, পাসপোর্টের জন্য আবেদন করার পর রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য কমিশনারেটের অফিসের স্পেশাল ব্রাঞ্চে বা ইনটেলিজেন্স ব্রাঞ্চে ফাইল চলে যাবে অনলাইনে। এর জন্য আবেদনকারীকে কিছু করতে হবে না। পুলিশ নিজেই যোগাযোগ করবে আবেদনকারীর সঙ্গে।

এরপর পুলিশ আবেদনকারীর বিষয়ে সব তথ্য খতিয়ে দেখবেন। অপরাধের কোনও রেকর্ড আছে কি না, বার্থ সার্টিফিকেট, ঠিকানা সহ সব নথি চেক করার পর অনলাইনে সেটা আপলোড করে দেওয়া হবে।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, আবেদন করার তিন সপ্তাহের মধ্যে আপলোড করে দেওয়া হয় সেই ফাইল, এর জন্য কোনও ফি লাগে না। কোনও অসুবিধা হলে কন্ট্রোল রুমে জানানো যাবে বলে উল্লেখ করেছেন তিনি।

Next Article