Sealdah Local Train: হাওড়া-বর্ধমান ও শিয়ালদহ মেইন শাখায় দুর্ভোগ মিটতে চলেছে, জানাল রেল

সায়ন্তন মুখোপাধ্যায় | Edited By: Sukla Bhattacharjee

Mar 26, 2023 | 6:53 PM

হাওড়া-বর্ধমান এবং শিয়ালদহ মেইন শাখায় যে ট্রেন দুর্ভোগ চলছে, সেটা আজ, রবিবারই শেষ হচ্ছে।

Sealdah Local Train: হাওড়া-বর্ধমান ও শিয়ালদহ মেইন শাখায় দুর্ভোগ মিটতে চলেছে, জানাল রেল
লোকাল ট্রেন।

Follow Us

কলকাতা: ট্রেন-যন্ত্রণা মিটতে চলেছে অবশেষে! হাওড়া-বর্ধমান (Howrah-Burdwan) এবং শিয়ালদহ মেইন (Sealdah Main) শাখায় যে ট্রেন দুর্ভোগ চলছে, সেটা আজ, রবিবারই শেষ হচ্ছে। আগামিকাল অর্থাৎ সোমবার থেকে পরিষেবা (Train Services) স্বাভাবিক হয়ে যাবে। সাংবাদিক বৈঠক করে এমনই আশ্বাসবাণী শোনালেন পূর্ব রেলের (Eastern Railway) মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। বেলানগর (Belanagar) স্টেশনের কাছে রেললাইনে কাজের জন্যই হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল অনিয়মিত হয়েছিল বলে জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তবে সেই কাজ এদিন রাতের মধ্যেই শেষ হয়ে যাবে এবং আগামিকাল থেকেই ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে বলে আশাবাদী তিনি। বলেন, “বেলানগর স্টেশনের কাছে লাইনে একটি কাজ চলছিল। গতকাল রাত থেকে সেই কাজ শুরু হয়েছে এবং আজ রাত ১২টার মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। আশা করছি, সোমবার, সপ্তাহের প্রথম দিন থেকেই হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”

হাওড়া-বর্ধমানের পাশাপাশি শিয়ালদহ মেইন লাইনেও সোমবার থেকে পরিষেবা স্বাভাবিক হবে বলে আশাবাদী পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি বলেন, “ইছাপুর ব্রিজের কাছে একটা সমস্যা হয়েছিল। সেই কাজের জন্য শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-কল্যাণী মেইন অনেক লোকাল বাতিল হয়েছিল। তবে সেই কাজও আজ রাতের মধ্যে শেষ হয়ে যাবে এবং আগামী কাল থেকে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে পূর্ব রেলের পক্ষ থেকে নিশ্চিত করছি।”

বেলাগনরে রেললাইনে কাজের জন্য এদিন হাওড়া-বর্ধমান শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকলেও দূরপাল্লার কোনও ট্রেন বাতিল করা হয়নি বলে জানিয়েছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক। তিনি জানান, সাধারণ মানুষের অসুবিধা এড়াতে ডানকুনি থেকে বর্ধমান পরিষেবা চালু করা হয়েছে। এছাড়া বালি-হাওড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিন এই শাখার এক্সপ্রেস ট্রেনগুলির রুট ঘোরানো হয়েছে। তবে সোমবার থেকে এই লাইনে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদী পূর্ব রেল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে শিয়ালদা-রাণাঘাট ও শিয়ালদা-কল্যাণী মেইন শাখায় ট্রেন চলাচল অনিয়মিত। বহু লোকাল ট্রেন বাতিল করা হচ্ছিল। যার জেরে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

Next Article