
কলকাতা: কলকাতা শহরে যানজট কোনও নতুন ঘটনা নয়। প্রতিদিনই নিত্যযাত্রীরা এই পরিস্থিতির মুখোমুখি হয় শহরের বিভিন্ন জায়গায়। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ইএম বাইপাসে যে ছবি দেখা গেল তা ভয়ঙ্কর। লম্বা জ্যামে দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। নাজেহাল হয়ে হয় অফিস ফেরত যাত্রীদের।
অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি যানযট ছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। চিংড়িঘাটা, বেলেঘাটা বিল্ডিং মোড় সহ একাধিক জায়গায় ব্যাপক যানজট চোখে পড়ে এদিন। এক থেকে দু’কিলোমিটার রাস্তা পেরোতেই সময় লেগে যায় প্রায় দুই-তিন ঘণ্টা। নিত্যযাত্রীদের মধ্যে অনেকেই বলছেন, শুধুমাত্র এই একদিনের সমস্যা নয় এটা। দীর্ঘদিনের সমস্যা। তবে এদিন সেই মাত্রা একটু বেশিই।
আইটি সেক্টর, ব্যাংক, কর্পোরেট হাউসের কর্মীদের প্রত্যেকদিনই শহর কলকাতা স্পর্শ করে নিউটাউন যেতে চিংড়িঘাটা বাইপাস হয়ে সল্টলেকে ঢুকতে হয়। আর ঠিক সেখানেই প্রবল যানযট।
এক যাত্রী বলেন, “আজকের মতো জ্যাম কখনও দেখিনি। সল্টলেক পেরিয়ে বাইপাসে ওঠার পর থেকে জ্যামেই আটকে আছি।” আধ ঘণ্টার বেশি দাঁড়িয়ে আছেন কেউ কেউ। নিউ টাউন থেকে চিংড়িঘাটা যেতেই কারও কারও সময় লেগে গিয়েছে ২ ঘণ্টার বেশি। এক ব্যাঙ্ককর্মী গাড়ি থেকে নেমে পড়েছেন। তিনি বলেন, “আর কতক্ষণ! ২ ঘণ্টা ধরে গাড়িতেই বসে আছি। আবার তো পরের দিন সকালে সময়ে অফিসে ঢুকতে হবে। এভাবে ফিরতে হলে সমস্যা হয়ে যায়।“
জানা যায়, এদিন যানজটের কারণ হল আম্বেদকর ব্রিজের কাছে তৈরি হওয়া একটি গর্ত। ওই গর্তের জন্য গাড়ি একধার দিয়ে চলছে ও পিসি চন্দ্র গার্ডেনের সামনে জল জমার জন্য গাড়ি ধীর গতিতে চলছে। তাই বিকেল সাড়ে চারটের পর থেকেই এই যানজট তৈরি হয়।