DA Protest: শরীর ভাঙছে ক্রমশ, DA-র দাবিতে অনশন মঞ্চ ছাড়তে নারাজ অসুস্থ সরকারি কর্মীরা
DA Protest: চিকিৎসকদের আশঙ্কা হাসপাতালে না নিয়ে যাওয়া হলে পরিস্থিতির অবনতি ঘটবে। তবে ভাস্কর ঘোষ হাসপাতালে যেতে নারাজ।
কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের যৌথমঞ্চের তরফে দীর্ঘদিন ধরেই নায্য পাওনার দাবিতে আন্দোলন চলছে। অনশন পর্বও চালিয়ে যাচ্ছেন সদস্যরা। প্রায় ১২৬ ঘন্টা ধরে অনশন মঞ্চে রয়েছেন বেশ কয়েকজন সরকারি কর্মচারী। তাঁদেরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তাঁরা। অসুস্থ হয়ে পড়েছেন এই সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষ। অনশন মঞ্চের সকলের স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা জানাচ্ছেন, ভাস্করের শরীরে কিটনবডির সন্ধান পাওয়া গিয়েছে। যার কারণে ক্রমশই ভেঙে পড়ছে ভাস্করের শরীর। অবিলম্বে তাঁকে হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
চিকিৎসকদের আশঙ্কা হাসপাতালে না নিয়ে যাওয়া হলে পরিস্থিতির অবনতি ঘটবে। তবে ভাস্কর ঘোষ হাসপাতালে যেতে নারাজ। তিনি জানাচ্ছেন, পরিবার পরিজনকে নিয়ে তাঁর চিন্তা রয়েছে ঠিকই। তবে যে বৃহত্তর পরিবারকে নিয়ে তিনি এই আন্দোলনে নেমেছেন তাঁদের কথাই বা ফেলবেন কী করে? তাই যাই হয়ে যাক না কেন, তিনি অনশন চালিয়ে যাবেন বলে সাফ জানিয়েছেন। ভাস্কর ছাড়াও যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন তাঁরা হলেন, অর্পিতা সাহা, চিন্ময় কুমার জানা, স্মৃতি আচার্য, সুজাতা সাহা।
মূলত বকেয়া ডিএ-র দাবিতেই অনশন করছেন এই মঞ্চের সদস্যরা। তাঁরা আগেই জানিয়ে দিয়েছিলেন, বকেয়া মহার্ঘ ভাতা যদি তাঁরা না পান, তাহলে তাঁরা অনশন জারি রাখবেন, ভোটের ডিউটিতেও যোগ দেবেন না। তবে বুধবার রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। আর তাতেই আরও ক্ষিপ্ত এই মঞ্চের অনশনকারীরা। তাঁরা ‘ভিক্ষা’ দেওয়া হচ্ছে বলে কটাক্ষ করেছেন সরকারকে।