কলকাতা: নবজোয়ার কর্মসূচি থেকে বারবার দিয়েছিলেন হুঁশিয়ারি। টিকিট না পেলে নির্দল হিসাবে দাঁড়ালে দল থেকে বহিষ্কারের কথাও জানানো হয়েছিল। তারপরও টিকিট না পেয়ে বহু তৃণমূল (Trinamool Congress) কর্মীকেই নির্দল হিসাবে পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) লড়তে দেখা গিয়েছে। দিকে দিকে গোঁজ কাঁটায় বিদ্ধ হয়েছে শাসকদল। যদিও শুধু কথার কথা নয়, জেলায় জেলায় বহু কর্মীকেই রাতারাতি দল থেকে বহিষ্কারও করা হয়। এদিকে ভোটের ফল বের হতেই দেখা যায় গোটা রাজ্যে কার্যত ঘাসফুল ঝড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বিরোধীরা। কিন্তু, দলের কথা না শুনে যাঁরা নির্দল হিসাবে দাঁড়িয়েছিলেন, তাঁদের আর দলে ফেরানো হবে না বলে সাফ বলছিলেন বহু তৃণমূল নেতাই। এবার সেই সুরই শোনা গেল দলের সেকেন্ড-ইন-কমান্ড তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়।
তবে অন্য দল থেকে যাঁরা তৃণমূলে ভিড়তে চাইছেন তাঁদের জন্য দলের দরজা সর্বদা খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিন অভিষেক বলেন, “যারা তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়েছে বা সাসপেন্ড হয়েছে তাদের নেব না। তবে অন্য দল থেকে এলে দরজা খোলা। কিন্তু, যারা তৃণমূলের সঙ্গে বেইমানি করেছে তাদের নেব না। অন্য দলের প্রতীকে জিতে তৃণমূলে আসার আগ্রহ দেখালে দরজা খোলা রয়েছে।” তাঁদের এ মন্তব্য নিয়েই বর্তমানে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতির আঙিনায়।
প্রসঙ্গত, এদিন ভোট সন্ত্রাসে আহত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএমে এসেছিলেন অভিষেক। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় তাঁকে। এদিন এসএসকেএম থেকে দাঁড়িয়ে অভিষেক বলেন, “আমাদের দলের ১৪ জন সহকর্মী কলকাতায় এসেছেন। এসএসকেএমে তাঁদের চিকিৎসা চলছে। আমি ১৪ জনের সঙ্গে দেখা করেছি। কথা বলেছি। পূর্ব মেদিনীপুরে আমাদের এক কর্মীর উপর নির্বাচনের সময় আক্রমণ হয়েছিল। তাঁকেও দেখতে আমি এসেছিলাম। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তাঁদের উপর আক্রমণ হয়েছে। নন্দীগ্রামে কার্যত বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। এক নম্বর ব্লকে জেলা পরিষদের তিনটি আসনই তৃণমূল কংগ্রেস জিতেছে। পঞ্চায়েত সমিতি তৃণমূল জিতেছে। সাতটা অঞ্চল তৃণমূল জিতেছে। মহিলাদেরও ওরা ছাড়েনি। খুন-ধর্ষণের শাসানি দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চাদের আক্রমণ করেছে। ওদেরও রেহাত করেনি।” যাঁরা হামলা করেছে তাঁদের তালিকাও ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন অভিষেক। শীঘ্রই তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাতে তুলে দেবেন বলেও জানিয়েছেন।