IC Liton Halder: রাতারাতি IC লিটন হালদারের বদলির নির্দেশে বদল? কোথায় পাঠানো হচ্ছে তাঁকে?

IC Liton Halder Transfer: লিটনের ক্ষেত্রে বৃহস্পতিবার বদলির যে নির্দেশ এসেছিল, তাঁকে জলপাইগুড়ির ডিআইবি ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছিল। কিন্তু সেই বদলিতে পরিবর্তন আসে। নতুন যে তালিকা প্রকাশ্যে এসেছে, বারুইপুরের কোর্ট ইন্সপেক্টর পদে তাঁকে পাঠানো হয়েছে।

IC Liton Halder: রাতারাতি IC লিটন হালদারের বদলির নির্দেশে বদল? কোথায় পাঠানো হচ্ছে তাঁকে?
আইসি লিটন হালদারের বদলির নির্দেশে পরিবর্তনImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 28, 2025 | 3:40 PM

কলকাতা: রাজ্যে কয়েক মাসের মধ্যে ভোট। তার মধ্যে SIR-ও চলছে। তার মধ্যেই আবার পুলিশের রদবদলও করল নবান্ন। বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। একাধিক জেলায় এসপি বদল হয়েছে। বোলপুরের আইসি লিটন হালদারের বদলি আগেই হয়েছিল। কিন্তু এবার তাঁর বদলিতে পরিবর্তন। জলপাইগুড়িতে নয়, লিটনকে বদলি করা হচ্ছে বারুইপুরে। বারুইপুরের কোর্ট ইন্সপেক্টর হিসাবে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তবে কী কারণে বদলি? নবান্নের তরফ থেকে বলা হয়েছে, এগুলো সবকটাই রুটিন বদলি। শুক্রবার ডিএসপি পদমর্যাদার অফিসারের রদবদল হয়েছে। বিধাননগর কমিশনারেট, বারাকপুর কমিশনারেট, আসানসোল-দুর্গাপুর-সহ বেশ কয়েকটি জেলার ডিএসপি পদমর্যাদার অফিসারের বদলির নির্দেশ এসেছে।

লিটনের ক্ষেত্রে বৃহস্পতিবার বদলির যে নির্দেশ এসেছিল, তাঁকে জলপাইগুড়ির ডিআইবি ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছিল। কিন্তু সেই বদলিতে পরিবর্তন আসে। নতুন যে তালিকা প্রকাশ্যে এসেছে, বারুইপুরের কোর্ট ইন্সপেক্টর পদে তাঁকে পাঠানো হয়েছে। কিন্তু হঠাৎ করেই কেন এই বদলির নির্দেশে পরিবর্তন, তা নিয়ে নবান্নের তরফে কিছু জানানো হয়নি।

বীরভূমের তৃণমূল নেতা তথা কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলের অডিয়ো-কাণ্ডের পর থেকেই দীর্ঘদিন চর্চায় ছিলেন বোলপুর থানার আইসি এই লিটন হালদার। সে সময়ে সদ্য জেলমুক্তি হয়েছে অনুব্রতর। বেশ কিছুদিন তিনি সেভাবে ফর্মে ছিলেন না। কিন্তু হঠাৎ করেই সামনে এসে একটি অডিয়ো। যাতে শোনা যাচ্ছে, অনুব্রত ফোন করেছেন আইসি লিটন হালদারকে। তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। এমনকি তাঁর স্ত্রীর উদ্দেশেও অশালীন মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এই নিয়ে জল গড়ায় অনেক দূর। অনুব্রতকে থানায় ফের হাজিরা দিতে হয়। কিন্তু পরবর্তীতে আবার দেখা যায়, কেষ্টর অনুগামীরাই বোলপুর থানায় আইসি লিটনকে সরানোর দাবিতে বিক্ষোভ দেখান। এবার তাঁর বদলির নির্দেশ এল নবান্নের তরফে। তবে রাতারাতি সেই নির্দেশে এল বদলও। এর পিছনেও অন্য কোনও অঙ্ক রয়েছে কি, ধোঁয়াশায় রাজনৈতিক মহল।