Abhishek Banerjee: ‘দুর্নীতি হলে ব্যবস্থা নিন, ট্রেন বাতিল করছেন কেন?’, ক্ষোভে ফুঁসছেন অভিষেক

Abhishek Banerjee: একশো দিন, আবাস যোজনার টাকার দাবিতে জব কার্ড হোল্ডারদের নিয়ে দিল্লি যাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। রয়েছে বিক্ষোভ কর্মসূচি। যে কারণেই ৩০ সেপ্টেম্বর চাওয়া হয়েছিল বিশেষ ট্রেন। যা মিলছে না। তাতে ক্ষোভে ফুঁসছে শাসক শিবির।

Abhishek Banerjee: ‘দুর্নীতি হলে ব্যবস্থা নিন, ট্রেন বাতিল করছেন কেন?’, ক্ষোভে ফুঁসছেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 29, 2023 | 9:59 PM

কলকাতা: তৃণমূলের আবেদনে সাড়া দেয়নি রেল। দিল্লি যাত্রার জন্য পাওয়া যায়নি স্পেশ্যাল ট্রেন। এদিনই বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছে। তারপরই ক্ষোভে ফুঁসছে শাসকদল। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লি চলোর ডাক দিয়েছে তৃণমূল। একশো দিন, আবাস যোজনার টাকার দাবিতে জব কার্ড হোল্ডারদের নিয়ে দিল্লি যাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। রয়েছে বিক্ষোভ কর্মসূচি। যে কারণেই ৩০ সেপ্টেম্বর চাওয়া হয়েছিল বিশেষ ট্রেন। যা মিলছে না। 

এ প্রসঙ্গে বলতে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিষেক বলেন, “আমরা ২৩ সেপ্টেম্বর আবেদন করেছি। আগে মৌখিকভাবে কথা হয়েছিল, পরে চিঠিও দিয়েছি, টাকাও জমা দিয়েছি। সিকিউরিটি ডিপোজিটও রেল জমা নিয়েছে। আইআরসিটিসির চিঠিও আছে। ২০টা বগির জন্য আবেদন করা হয়েছিল। শেষ মুহূর্তে বাতিল করা হল। ৩০ তারিখ ট্রেনটার রওনা দেওয়ার কথা ছিল, ২৯ তারিখ বিকালবেলা ই-মেল করে জানাচ্ছে আমরা ট্রেন দিতে পারব না। আপনার দয়ায় আমরা বসে নেই। আমরা বিকল্প ব্যবস্থা করে নিতে পারি।”

এরপরই রীতিমতো হুঙ্কারের সুরে অভিষেক বলেন, “বাংলার কণ্ঠস্বর দিল্লির বুকে পৌঁছাবে। যাঁর যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। কিন্তু, এই লড়াই চলবে। একে আটকানোর মতো ক্ষমতা কারও নেই। এটা মানুষের লড়াই। এটা তৃণমূলের লড়াই নয়, ভোটের লড়াই নয়, এটা অধিকারের লড়াই।” অভিষেকের সাফ প্রশ্ন, “দুর্নীতি হয়ে থাকলে আপনি ব্যবস্থা নিন। আপনি ট্রেন ক্যানসেল করছেন কেন? আপনার এত ভয় কিসের?”