Summer Vacitions: এগোল গরমের ছুটি, ২২ এপ্রিল থেকেই বন্ধ স্কুল

Soma Das | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 18, 2024 | 8:55 AM

School Summer Vacation:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘোষণা করেছেন গরমের ছুটি এগিয়ে দেওয়া হয়েছে। সরকারি স্কুলগুলি ২২ এপ্রিল থেকে বন্ধ থাকছে। অপরদিকে বেসরকারি স্কুলগুলির কাছে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে ২২ তারিখ থেকে ছুটি দিয়ে দেওয়া হয়।

Summer Vacitions: এগোল গরমের ছুটি, ২২ এপ্রিল থেকেই বন্ধ স্কুল
এগিয়ে এল গরমের ছুটি
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: দহন জ্বালায় জ্বলছে গোটা দক্ষিণ বঙ্গ। সকাল থেকেই গরমের জেরে নাজেহাল সকলে। ইতিমধ্যে তাপপ্রবাহের সর্তকতা জারিও করা হয়েছে। আর এবার তাপপ্রবাহের জেরে আরও এগলো গরমের ছুটি। ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করল শিক্ষাদফতর। সাধারণত মে মাস থেকে শুরু হয় গরমের ছুটি। তবে তীব্র গরমের জেরে স্কুলে আসতে অসুবিধায় পড়তে হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে স্কুল শিক্ষক ও কর্মী সকলের। সেই কারণে তাঁদের কথা বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘোষণা করেছেন গরমের ছুটি এগিয়ে দেওয়া হয়েছে। সরকারি স্কুলগুলি ২২ এপ্রিল থেকে বন্ধ থাকছে। অপরদিকে বেসরকারি স্কুলগুলির কাছে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে ২২ তারিখ থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকের নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানে স্কুলের গরমের ছুটি নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৪১ ডিগ্রিতে। চলবে তাপপ্রবাহ। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে যে সকল জেলাগুলি রয়েছে সেখানেও তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ সমস্ত জেলাতেই চলবে তাপপ্রবাহ। বইবে লু।

 

Next Article