Weather Update: শীতে কাবু বাংলা, ৪-৫ দিনেই ফের হাওয়া বদল, বড় আপডেট দিল আলিপুর

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Jan 26, 2024 | 6:17 PM

Weather Update: উত্তরবঙ্গে সবথেকে বেশি কুয়াশার দেখা মিলতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দৃশ্যমানতা নামতে পারে ৫০০ মিটারের নিচে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

Weather Update: শীতে কাবু বাংলা, ৪-৫ দিনেই ফের হাওয়া বদল, বড় আপডেট দিল আলিপুর
কী বলছে হাওয়া অফিস?
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কলকাতায় রাতের তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দক্ষিণবঙ্গের বাকিজেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। আলিপুর আবহাওয়া দফতররের কর্তারা জানাচ্ছেন, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে। আবহাওয়া থাকবে শুষ্ক। তাপমাত্রার খুব একটা ওঠাপড়া দেখা যাবে না। 

উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই ছবি। দার্জিলিং বাদে সব জেলাই মোটের উপর শুষ্ক থাকবে। আগামী ২ দিন দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর থেকে কাটবে মেঘ। তবে আগামী দু’দিন পাহাড়ের উঁচু জায়গাগুলিতে থাকছে তুষারপাতের সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, সব জায়গাতেই চলবে কুয়াশার দাপট। 

উত্তরবঙ্গে সবথেকে বেশি কুয়াশার দেখা মিলতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দৃশ্যমানতা নামতে পারে ৫০০ মিটারের নিচে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৫৭ থেকে ৯৫ শতাংশের আশপাশে। তবে আগামী মঙ্গলবার থেকে হাওয়া বদল দেখা যেতে পারে কলকাতায়। বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার থেকে ফের দেখা মিলতে পারে মেঘলা আকাশের। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

Next Article