ভারতের প্রথম বোট লাইব্রেরির সূচনা হল বইমেলার শহর কলকাতায়

ishita marick |

Jan 29, 2021 | 8:51 PM

মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ পর্যন্ত প্রতিদিন এই লঞ্চ যাওয়া-আসা করবে।

Follow Us

ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের উদ্যোগে ভারতের প্রথম বোট লাইব্রেরির সূচনা হল বইমেলার শহর কলকাতায়। মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ পর্যন্ত প্রতিদিন এই লঞ্চ যাওয়া-আসা করবে। ভাড়া মাথাপিছু ১০০ টাকা। পড়ুয়া এবং ১৮ বছরের নীচে বয়স হলে ভাড়া লাগবে ৫০ টাকা।

ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের উদ্যোগে ভারতের প্রথম বোট লাইব্রেরির সূচনা হল বইমেলার শহর কলকাতায়। মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ পর্যন্ত প্রতিদিন এই লঞ্চ যাওয়া-আসা করবে। ভাড়া মাথাপিছু ১০০ টাকা। পড়ুয়া এবং ১৮ বছরের নীচে বয়স হলে ভাড়া লাগবে ৫০ টাকা।

Next Article