EXPLAINED: ভোট না টাকা? বাংলায় ভুয়ো ভোটারের রমরমা কেন?

EXPLAINED: একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় ভুয়ো ভোটারের খোঁজে নেমেছে শাসকদল। অন্যদিকে, ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে বেরিয়ে আসছে ভুয়ো ভোটারদের নাম। ভারতীয় না হয়েও কীভাবে বাংলায় ভোটার কার্ড বানালেন ভুয়ো ভোটাররা? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

EXPLAINED: ভোট না টাকা? বাংলায় ভুয়ো ভোটারের রমরমা কেন?
ভারতীয় নাগরিক না হয়েও কীভাবে ভোটার কার্ড বানিয়ে ফেলছেন নিউটনরা?Image Credit source: TV9 Bangla

Jun 24, 2025 | 1:16 PM

কলকাতা: হাতে গোনা আর কয়েকমাস। তারপরই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর আগে শাসক ও বিরোধীদের মধ্যে রাজ্যে ভুয়ো ভোটার নিয়ে চাপানউতোর তৈরি হয়েছে। একদিকে, ভুয়ো ভোটার ধরতে নির্দেশ দিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তোলা নিয়ে শাসকদলকে বিঁধছে বিরোধীরা। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভুয়ো ভোটার বেরিয়ে আসছে। দেখা গিয়েছে, বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে যোগদানকারী সেদেশের নাগরিকও এ রাজ্যের ভোটার। আবার কেউ প্রকাশ্যেই স্বীকার করছেন, স্থানীয় রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে ভোটার কার্ড বানিয়েছেন। কী বলছে শাসকদল? কী বলছে বিরোধীরা? রাজ্যে ভুয়ো ভোটার নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়- ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন