AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EXPLAINED: সংশোধিত ওয়াকফ আইনের কোথায় স্থগিতাদেশ? কোথায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট?

ওয়াকফ আইন নিয়ে আলোচনা করার আগে ওয়াকফ কী, সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ইসলাম ধর্মাবলম্বীদের অধিকার সুরক্ষিত করার জন্যই ওয়াকফ বোর্ড তৈরি করা হয়েছিল। ১৯১৩ সালে প্রথম ওয়াকফ বোর্ড গঠিত হয়। ১৯২৩ সালে প্রণয়ন হয় মুসলমান ওয়াকফ আইন।

EXPLAINED: সংশোধিত ওয়াকফ আইনের কোথায় স্থগিতাদেশ? কোথায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট?
| Updated on: Sep 20, 2025 | 3:43 PM
Share

কলকাতা: ওয়াকফ আইন। এই আইন নিয়ে চর্চা- বিতর্কের শেষ নেই। ওয়াকফ আইনে সংশোধন হওয়ার পর সেই বিতর্ক যেন বেড়ে যায় আরও কয়েক গুণ। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিক্ষোভের আগুন জ্বলে। প্রতিবাদে পথে নামে মুসলিম ধর্মাবলম্বীরা। বাংলায় পথে নেমেছিলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ অনেকে। ওয়াকফ সংশোধনী আইন পাশ হতেই বহু মানুষের প্রশ্ন ছিল, আগে থেকেই যেগুলি ওয়াকফ সম্পত্তি, তার কী হবে? এই সম্পত্তি কি কেড়ে নেবে সরকার? সোমবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বড় রায় দিল। আংশিক স্থগিতাদেশ দেওয়া হল ওয়াকফ সংশোধনী আইনে। নতুন আইনের ঠিক কোন কোন অংশের উপর স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন। ওয়াকফ আইন...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন