
দাবি ছিনিয়ে আনতে যখন গলার জোরও কম হয়ে যায়, মাইলের পর মাইল হেঁটেও যখন কেউ কথা শোনে না, তখন ‘মৃত্যু’ই হয়ে ওঠে একমাত্র ‘হাতিয়ার’। মুখে খাবার না তুলে দিনের পর দিন বসে থাকা। আমরণ অনশন। নেহাতই রাজনৈতিক আন্দোলনের হাতিয়ার? নাকি দাবি হাসিল করে আনার এর থেকে শক্তিশালী উপায় আর নেই? ইতিহাস বলে, যীশুখ্রিস্টের জন্মের আগে অনশন আন্দোলন নাকি প্রথম শুরু হয়েছিল আয়ারল্যান্ডে। সে দেশের ভাষায় যাকে বলা হয় ‘সেলাশ’ (Cealachan)। বিচার পেতে অভিযুক্তের বাড়ির দরজায় খালি পেটে বসে থাকতেন সে দেশের মানুষ। আসলে ‘আতিথেয়তা’ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাড়ির দরজায় এসে না খেয়ে বসে থাকাটাই ছিল সেই সময় বাড়ির মালিকের সবথেকে বড় অপমান। কালে কালে সেই অনশন অনেক বৃহত্তর পরিধি ছুঁয়েছে। ব্রিটিশ শাসনের সময় থেকে শুরু করে স্বাধীনতার ৭০ বছর পর, আজও শাসককে টলাতে রাজপথে চলে অনশন। শাসকের কি...