
কলকাতা: মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির ইস্তফা। পরিসংখ্যান বলছে, ভারতের একাধিক উপরাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদ ছেড়েছেন। তারপরও জগদীপ ধনখড়ের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। সংসদে বাদল অধিবেশন চলাকালীন অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন ধনখড়। রাজনৈতিক মহলে তাঁর এই ইস্তফার কারণ নিয়ে যখন গুঞ্জন চলছে, তখন অন্য মাথাব্যথা বিজেপির। ধনখড় পদত্যাগ করায় এবার উপরাষ্ট্রপতি নির্বাচন হবে। সেখানে প্রার্থী নির্বাচন নিয়ে এনডিএ শরিকদের মধ্যে দ্বন্দ্ব বাধবে না তো? কয়েকমাস পরই বিহারে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে বিহারের কাউকে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার জন্য চাপ কি দেবে বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমারের জেডিইউ? কেন্দ্রে বিজেপির আরও একটি বড় জোটসঙ্গী হল চন্দ্রবাবু নাইডুর টিডিপি। তারাও কি উপরাষ্ট্রপতি পদে নিজেদের পছন্দের প্রার্থীকে দাঁড় করাতে বিজেপির উপর চাপ সৃষ্টি করবে? ধনখড় যখন উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন- ...