কলকাতা: চৈত্র মাস। বসস্ত ঋতু। কানে কি আসছে কোকিলের ডাক? গরম কি এখনই জাঁকিয়ে পড়ছে? কোকিলের কুহু কুহু সবাই শুনেছেন কি না, তা নিয়ে দ্বিমত থাকতে পারে। কিন্তু, রাজনীতির ‘কুকথা’-র কুহু কুহু এখন সবাই শুনতে পাচ্ছেন। গরম জাঁকিয়ে না পড়লেও নেতাদের আক্রমণ, পাল্টা আক্রমণে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। বাংলায় ভোট আসতে চলেছে, এটাই কি ইঙ্গিত দিচ্ছে? ভোট আসার আগে কেন বাড়ে ‘কুকথা’-র রাজনীতি? ভোটের আগে ‘চড়াম-চড়াম’, ‘গুড় বাতাসা’-র কথা কেন শোনা যায়? ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন- বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। হিসেব বলছে, নির্বাচনের আর বছরখানেকও বাকি নেই। রাজনীতির পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে। চড়ছে ‘কুকথা’-র রাজনীতি। এই খবরটিও পড়ুন Explained: সত্যিই কি লাতিন আমেরিকার ‘কমরেড’ মমতা? ...