
কলকাতা: বড়জোর আর মাস ছয়েক। তার মধ্যেই বাংলায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কথা। টানা চতুর্থবার ক্ষমতায় আসার ক্ষেত্রে তৃণমূলের হাতিয়ার কী কী হতে পারে? রাজনীতির কারবারিরা বলছেন, চব্বিশের লোকসভা নির্বাচনের মতো স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের প্রচারের প্রধান হাতিয়ার হতে চলেছে। আর কী? এই আর কী কী-র মধ্যেই তৃণমূলের হাতে কুড়িয়ে পাওয়া চোদ্দো আনার মতো এসে গিয়েছে সুপ্রিম কোর্টের একটি রায়। কী সেই রায়? সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করতে হবে কেন্দ্রকে। টাকাও মঞ্জুর করতে হবে। কেন কুড়িয়ে পাওয়া চোদ্দো আনা বলা হচ্ছে? একইসঙ্গে প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনে সুপ্রিম কোর্টের এই রায়কে কতটা হাতিয়ার করতে পারবে তৃণমূল? এই নিয়ে বিজেপির পাল্টা প্রচার কী হতে পারে? একটু পিছনে ফিরে দেখা যাক। ২০২১ সালের ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের মজুরি দেওয়া হয়নি। এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ খেতমজুর...