Murder in Kolkata: Murder in Kolkata: ভর সন্ধ্যায় দাদার নাম ধরে ডাক, রক্তে ভাসল রাস্তা! পুলিশ তুলে নিয়ে গেল ভাইকে

Park Street Police Station: ৩৬/এ আচার্য জগদীশচন্দ্র বসু রোডে মল্লিকবাজার এলাকায় দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জয়সওয়াল পরিবারের বাস। উত্তর কলকাতার কৈলাস বসু স্ট্রিট এলাকায় এই পরিবারের দুই ভাইয়ের আরেকটি শরিকি বাড়ি আছে। মৃত নীরাজ জয়সওয়াল মল্লিক বাজারের এই বাড়িতেই থাকেন।

Murder in Kolkata: Murder in Kolkata: ভর সন্ধ্যায় দাদার নাম ধরে ডাক, রক্তে ভাসল রাস্তা! পুলিশ তুলে নিয়ে গেল ভাইকে
চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 31, 2025 | 1:43 PM

কলকাতা: খাস কলকাতায় দাদাকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক পার্কস্ট্রিট থানার ৩৬/এ এজেসি বোস রোডে। মৃতের পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় নীরাজ জয়সওয়ালের (৫৫) সঙ্গে তাঁর ভাই ধীরাজ জয়সওয়ালের সম্পত্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। কথা কাটাকাটি চলার মাঝেই ধীরজ তাঁর দাদা নীরজকে সজোরে ধাক্কা মারেন বলে অভিযোগ। পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগে ও নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। পরিবারের সদস্যরা নীরজ জয়সওয়ালকে দ্রুত উদ্ধার করে NRS হাসপতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। গভীর রাতে হাসপতালেই মৃত্যু হয় তাঁর। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধাক্কা মারার ফলে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগার কারণেই মৃত্যু হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা। মৃতের পরিবারের তরফে পার্কস্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ রাতেই অভিযুক্ত অর্থাৎ নীরজের ভাই ধীরাজ জয়সওয়ালকে গ্রেফতার করে। একইসঙ্গে আশপাশের প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

৩৬/এ আচার্য জগদীশচন্দ্র বসু রোডে মল্লিকবাজার এলাকায় দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জয়সওয়াল পরিবারের বাস। উত্তর কলকাতার কৈলাস বসু স্ট্রিট এলাকায় এই পরিবারের দুই ভাইয়ের আরেকটি শরিকি বাড়ি আছে। মৃত নীরাজ জয়সওয়াল মল্লিক বাজারের এই বাড়িতেই থাকেন। তিনি বিগত বেশ কয়েক মাস ধরে লিভার সিরোসিসে আক্রান্ত। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির নিচে এসে নীরজের ভাই ধীরাজ দাদার নাম ধরে ডাকে। মল্লিক বাজারের এই বাড়ি গোটাটাই দাদা একাই দখল করে নিতে চাইছে বলে ভাইয়ের মনে ধারণা জন্মায়। কাল সেই প্রসঙ্গ তুলতেই ফের প্রকাশ্য রাস্তায় দুই ভাইয়ের কথা কাটাকাটি থেকে বচসা হাতাহাতি শুরু হয়। অভিযোগ, হাতাহাতি চলাকালীন আচমকাই নীরজকে ধাক্কা মারে ধীরাজ। ওই ধাক্কা সামলাতে না পেরে ছিটকে মাটিতে লুটিয়ে পড়েন নীরজ। অচৈতন্য অবস্থায় তাঁকে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১২ টা নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই অভিযুক্ত ভাইকে গ্রেফতার করে পার্কস্ট্রিট থানার পুলিশ।