Topsia: ‘ভাই আমি এসব বিষয়ে থাকি না…’, তপসিয়ায় বহুতল হেলে পড়তেই বললেন কাউন্সিলর

Topsia: তপসিয়ার ১২ নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনের বহুতল নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। একটি জি প্লাস ফোর বাড়ি, পাশের বাড়িতে হেলে পড়েছে। দুটি বহুতলের মাঝের ব্যবধানও অত্যন্ত কম।

Topsia: ভাই আমি এসব বিষয়ে থাকি না..., তপসিয়ায় বহুতল হেলে পড়তেই বললেন কাউন্সিলর
তপসিয়ায় হেলে পড়া বাড়ি Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 24, 2025 | 9:10 PM

কলকাতা: বাঘাযতীন, ট্যাংরা, সল্টলেকের পর এবার তপসিয়া। হেলে পড়া বহুতল ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক। ৫৯ নম্বর ওয়ার্ডে একটি বহুতলের ওপর হেলে পড়েছে আরেকটি বহুতল। হেলেপড়া বহুতলের সিরিজে এটা নতুন সংযোজন। দুটি হেলে পড়া বহুতলের মাঝে একটি লোহার বিম দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাত্র ১০-১২ বছরের পুরনো বহুতল এভাবে হেলে পড়ায় স্বাভাবিক নির্মাণের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। নির্মাণের ত্রুটি থাকলে দায় কার, উঠছে সেই প্রশ্নও। তাসের ঘরের মতো বারবার হেলে পড়ছে বাড়ি, গোড়ায় গলদ। নজরদারির অভাবে অভিযোগে পৌরসভা দায় এড়াতে পারে কি? উঠছে প্রশ্ন। স্থানীয় কাউন্সিলররা আবার এ ব্যাপারে কিছুই জানেন না বলেই জানিয়েছেন।

তপসিয়ার ১২ নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনের বহুতল নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। একটি জি প্লাস ফোর বাড়ি, পাশের বাড়িতে হেলে পড়েছে। দুটি বহুতলের মাঝের ব্যবধানও অত্যন্ত কম। পরিস্থিতি মোকাবিলার দুটি বহুতলের মাঝে একটি লোহার বিম দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে।

ওই বহুতলের এক ভাড়াটে বললেন, “বাড়িওয়ালা তো ভীষণভাবে চিহ্নিত। থানাতেও নাকি গিয়েছিলেন। প্রমোটারের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছেন। কীভাবে ব্যাপারটা ঠিক করা যায়। আতঙ্কিত তো আমরা সবাই। তবে আশ্বাস দিয়েছেন, কিছু একটা করবেন।”

স্থানীয় কাউন্সিলর জলি বসু বলেন, “ভাই আমি এসব বিষয়ে থাকি না। এই তো আমার দুয়ারে সরকার শেষ হল। আবার ২৭ তারিখ আছে, ৩১ তারিখ আছে। কোথায় কোন গলিতে অবৈধ নির্মাণ করছে, এ খবর আমার কাছে আসে না, থাকেও না। আজকে শুনে কর্পোরেশনকে জানিয়েছি।”