কলকাতা: বিশ্বকাপের আগে বড় স্বস্তি মহম্মদ সামির। ভারতের বোলিং তারকা সামির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা চলছে। ২০১৮ সালেই মহম্মদ সামির বিরুদ্ধে বধূ নির্যাতন থেকে শুরু করে আরও একাধিক অভিযোগে মামলা করেছিলেন হাসিন জাহান। এবার সেই বধূ নির্যাতন মামলায় এবার জামিন পেলেন সামি। ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে আলিপুর আদালত তাঁর জামিন মঞ্জুর করে। উল্লেখ্য, ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য হওয়ার কারণে মহম্মদ সামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেনি আদালত। তবে আদালতের নির্দেশ ছিল, এক মাসের মধ্যে যাতে তিনি এসে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। সেই মতো মঙ্গলবার আদালতে এসে আত্মসমর্পণ করেন সামি। আদালত দু’হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে।
২০১৮ সাল থেকে এই মামলা চলছে। সেই মামলায় আজই প্রথমবার সশরীরে আদালতে হাজিরা দেন ভারতের ক্রিকেট দলের তারকা বোলার। আদালতের সমনের প্রেক্ষিতে আজ সকালেই আদালতে পৌঁছে যান মহম্মদ সামি। সকালে আদালতে পুট আপ দিয়ে বেরিয়ে যান তিনি। কিন্তু শুনানি ছিল দুপুর দুটোর সময়। সেই সময় এজলাসে উপস্থিত ছিলেন না সামি। তখন হাসিন জাহানের আইনজীবী তাতে আপত্তি জানান। বিচারকও বলেন, সামিকে উপস্থিত থাকতে হবে এজলাসে। আদালতের নির্দেশের পর ফের এজলাসে গিয়ে উপস্থিত হন সামি এবং দু’হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান।
মহম্মদ সামির আইনজীবী সেলিম রহমান জানাচ্ছেন, ‘বধূ নির্যাতনের মামলায় চার্জশিট জমা হয়েছিল। অনেকক্ষেত্রেই মিথ্যা অভিযোগ ছিল। পুলিশ তদন্ত করে বাকি সব অভিযোগ বাদ দিয়ে, শুধু বধূ নির্যাতনের উপরে মহম্মদ সামি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল। আইন অনুযায়ী চার্জশিট জমা পড়লে, আদালতে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করে জামিন নিতে হয়। আজ আদালত মহম্মদ সামিকে জামিন দিয়েছে।’