হাওড়া-শিয়ালদহ থেকে বাতিল করা হল যে সব স্পেশাল ট্রেন, জেনে নিন

arunava roy |

May 06, 2021 | 10:19 PM

রাজ্য সরকারের সঙ্গে পারমর্শ অনুযায়ী বেশ কিছু দূলপাল্লার টেন (Train) বাতিল (Cancelled) করা হচ্ছে

হাওড়া-শিয়ালদহ থেকে বাতিল করা হল যে সব স্পেশাল ট্রেন, জেনে নিন
ফাইল ছবি

Follow Us

কোভিডের (COVID) দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নিয়েছে। গত বছরের পর এবারও তাই কয়েকটি বিশেষ ট্রেন (Train) বাতিল করল ভারতীয় রেল। রাজ্য সরকারের সঙ্গে পারমর্শ অনুযায়ী বেশ কিছু দূলপাল্লার টেন বাতিল করা হচ্ছে। মনে করা হয়েছে ট্রেন চলাচল বন্ধ থাকলে কোভিডের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে। রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড বিহারের মোট ১৬টি ট্রন বন্ধ থাকবে অনির্দিষ্ট কালের জন্য।

কোভিডের দ্বিতীয় ঢেউকে কিছুতেই রোধ করা যাচ্ছে না। ভারতে ব্যাপক হারে ছড়িয়েছে করোনা। বহু মানুষ আক্রান্ত। মৃত্যু হয়েছে অনেকের। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার তালিকা নীচে দেওয়া হল

০২০১৯ হাওড়া রাঁচি স্পেশাল এক্সপ্রেস রবিবার বাদে সপ্তাহে ছয় দিন বাতিল করা হয়েছে
০২০২০ এক্সপ্রেস হাওড়া–রাঁচি স্পেশাল এক্সপ্রেস
০২৩৩৯ এবং ০২৩৪০ হাওড়া-ধানবাদ স্পেশাল এক্সপ্রেস
০৩০২৭ এবং ০৩০২৮ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল এক্সপ্রেস
০৩০৪৭ এবং ০৩০৪৮ হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস
০৩১৮৭ এবং ০৩১৮৮ শিয়ালদহ-রামপুরহাট
০৩৫০২ এবং ০৩৫০১ হলদিয়া-আসানসোল
০৩১১৭ এবং ০৩১১৮ কলকাতা-লালগোলা এক্সপ্রেস
০৩৪০১ এবং ০৩৪০২ ভাগলপুর-দানাপুর এক্সপ্রেস
০৩৫০২ এবং ০৩৫০১ দানাপুর-হলদিয়া এক্সপ্রেস

Next Article