পূর্ব মেদিনীপুরে সমুদ্র বন্দর, রঘুনাথপুরে শিল্পনগরী: Mamata

sreejayee das |

Feb 05, 2021 | 9:49 PM

পূর্ব মেদিনীপুরে গভীর সমুদ্র বন্দর। রঘুনাথপুরে শিল্পনগরী তৈরি হবে।

Follow Us

গ্রামে গ্রামে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা। ১০ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার। অশোনকনগরে গ্যাস উন্নয়ন প্রকল্প। অশোকনগর শিল্পনগরীতে পরিণত হবে। পূর্ব মেদিনীপুরে গভীর সমুদ্র বন্দর। রঘুনাথপুরে শিল্পনগরী তৈরি হবে। ২৪৮৩ একর জমির ওপর শিল্পনগরী। ১০০ কোটি বরাদ্দ হয়েছে শিল্পনগরীতে।

 

গ্রামে গ্রামে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা। ১০ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার। অশোনকনগরে গ্যাস উন্নয়ন প্রকল্প। অশোকনগর শিল্পনগরীতে পরিণত হবে। পূর্ব মেদিনীপুরে গভীর সমুদ্র বন্দর। রঘুনাথপুরে শিল্পনগরী তৈরি হবে। ২৪৮৩ একর জমির ওপর শিল্পনগরী। ১০০ কোটি বরাদ্দ হয়েছে শিল্পনগরীতে।

 

Next Article