
ভাঙড়: স্বাধীনতা দিবসের দিনেও রাজনৈতিক উত্তেজনা ভাঙড়ে। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ঘটনাকে কেন্দ্র করে ফের সরগরম ভাঙড়ের রাজনৈতিক মহল।
ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ঘটকপুকুর খাঁ পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করতে আসেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অন্যদিকে একই জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আর তা নিয়েই নাকি যত ঝামেলা।
অভিযোগ, পতাকা তোলাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ নওশাদের লোকজনের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় ব্যাপক উত্তেজনা ছাড়ায় এলাকায়। খবর যায় পুলিশের কাছে। ঘটনাস্থলে যায় ভাঙড় থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পুরো ঘটনায় জোরকদমে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত গ্রেফতারির কোনও খবর পাওয়া যায়নি।