Jadavpur: নারী দিবসের দিনই! যাদবপুরে নিজের ১৫ বছরের মেয়েকে তিনতলার ব্যালকনি থেকে ফেলে দিল বাবা

Jadavpur: জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ অভিযুক্ত চিন্ময় তাঁর পনেরো বছরের মেয়েকে তিন তলার বারন্দা থেকে ধাক্কা দেয়। নিচে পড়ে যাওয়ার পরই তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায় এম.আর বাঙুর হাসপাতালে।

Jadavpur: নারী দিবসের দিনই! যাদবপুরে নিজের ১৫ বছরের মেয়েকে তিনতলার ব্যালকনি থেকে ফেলে দিল বাবা
অভিযুক্ত যুবকImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 08, 2025 | 5:11 PM

কলকাতা: সারা দেশজুড়ে চলছে নারী দিবস পালন। আর সেই দিনই কলকাতায় ঘটল মর্মান্তিক ঘটনা। নিজের মেয়েকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। তিন তলার বারান্দা দিয়ে পনেরো বছরের মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকার আনন্দপল্লী এলাকার ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম চিন্মম গোপ। তাঁকে ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ অভিযুক্ত চিন্ময় তাঁর পনেরো বছরের মেয়েকে তিন তলার বারন্দা থেকে ধাক্কা দেয়। নিচে পড়ে যাওয়ার পরই তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায় এম.আর বাঙুর হাসপাতালে। এরপরই প্রতিবেশী সংযুক্তা চক্রবর্তী ও অমিত চক্রবর্তী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তাকে। কিন্তু কেন এই ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। কী কারণে নিজের মেয়েকে মৃত্যুমুখে ঠেলে দিল বাবা তা জানতে পারা যায়নি। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে জানতে চাইছে সবটা।