Jadavpur: মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন মা, স্কুটি পিষে দিল সরকারি বাস, যাদবপুরে মর্মান্তিক দুর্ঘটনা

Soma Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 21, 2025 | 11:33 AM

Jadavpur: যাদবপুরে মর্মান্তিক দুর্ঘটনা। বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে মহিলার। স্কুটি পিষে দেয় সরকারি বাস। দুর্ঘটনার পরই বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

Jadavpur: মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন মা, স্কুটি পিষে দিল সরকারি বাস, যাদবপুরে মর্মান্তিক দুর্ঘটনা
বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছিলেন মা! পিছন থেকে এসে পিষে দিল সরকারি বাস। সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা যাদবপুরে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মায়ের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবশ্রী মণ্ডল। তিনি সন্তোষপুর এলাকার বাসিন্দা।

প্রত্য়ক্ষদর্শীরা জানাচ্ছেন, যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড থেকে এস 31 রুটের একটি বাস বেপরোয়া গতিতে বেরিয়ে আসে। স্কুটিতে এক মহিলা আড়াই বছরের বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। তাঁর স্বামী স্কুটি চালাচ্ছিলেন। বাসটি বেপরোয়া গতিতে এসে স্কুটির সামনে চলে আসে। মহিলার স্বামী স্কুটি পাশ কাটানোর আগেই বাস ধাক্কা মারে। স্কুটি থেকে ছিটকে পড়ে যান মহিলা। বাসের চাকায় পিষে যায় শরীর। তাঁর স্বামীর অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। শিশুটি সুস্থ রয়েছে।

দুর্ঘটনার পরই বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এখনও রাস্তায় পড়ে রয়েছে ভাঙা হেলমেটের টুকরো। কিছুদিন আগেই সল্টলেকের মুখে বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় স্কুলছাত্রের। তা নিয়ে মুখ্যমন্ত্রীও কড়া প্রতিক্রিয়া দেন। এরপরও কীভাবে গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Next Article