Nursing Student Body: বিছানায় তখনও হাওয়ায় উড়ছে বইয়ের পাতা, PG-র ছাদে ঝুলছে নার্সিং পড়ুয়ার দেহ

Susovan Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 25, 2023 | 12:19 PM

Nursing Student Body: পুলিশ প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানতে পেরেছে, পিজিতে আর বাকি সঙ্গীদের সঙ্গে মিশেই থাকতেন মল্লিকা। তবে বন্ধুরা জানাচ্ছেন, বেশ কয়েকদিন ধরে কোনও একটি বিষয় নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

Nursing Student Body: বিছানায় তখনও হাওয়ায় উড়ছে বইয়ের পাতা, PG-র ছাদে ঝুলছে নার্সিং পড়ুয়ার দেহ
মৃত নার্সিং পড়ুয়া
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মেসের ছাদ থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব যাদবপুর থানা এলাকায় একটি নার্সিংহোমের পাশের গলিতে। ওই পিজি-র ছাদ থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সোমবার সকালে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মল্লিকা দাস। ওই তরুণী বাড়ি বাঁকুড়ায়। তিনি কয়েক বছর ধরে কলকাতায় ছিলেন পড়াশোনার জন্য।

পুলিশ প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানতে পেরেছে, পিজিতে আর বাকি সঙ্গীদের সঙ্গে মিশেই থাকতেন মল্লিকা। তবে বন্ধুরা জানাচ্ছেন, বেশ কয়েকদিন ধরে কোনও একটি বিষয় নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বন্ধুরা তাঁকে বেশ কয়েকবার বুঝিয়েছিলেন। মন ভাল করারও চেষ্টা করেছিলেন। পুলিশ জানতে পেরেছে, রবিবার রাতেও বেশ কয়েকজন বন্ধু তাঁকে একাধিকবার ফোন করেছিলেন। কিন্তু ফোন ব্যস্ত ছিল মল্লিকার।

পিজি সূত্রে জানা গিয়েছে, রাতে সকলের সঙ্গে খাবারও খেয়েছিলেন তিনি। রাতে বিছানায় গিয়ে শুয়ে পড়েন। বাকিরাও ঘুমিয়ে পড়ে। এর পরের দৃশ্য আর কেউ সেভাবে দেখেননি। সকালে যখন মল্লিকাকে তাঁর ঘরে দেখতে পাননি, তখন পিজির বাকি বন্ধুরা তাঁর খোঁজ শুরু করেন। মল্লিকার খাটের ওপর তখনও বই খোলা ছিল। ছাদে মল্লিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ মল্লিকার বাড়িতে ফোন করে বিষয়টি জানিয়েছে। মল্লিকার ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে প্রেম ঘটিত কোনও কারণ রয়েছে কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে কথা বলা হচ্ছে।

Next Article