Jadavpur University: এবার কি সারক্ষণ নজরে থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়? কর্তৃপক্ষের কাছে গেল পুলিশের চিঠি

JU: পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে লালবাজার পুলিশের তরফে। যেখানে বলা হয়েছে তাঁরা পুলিশ আউটপোস্ট করতে চায় সেখানে। এই আউটপোস্ট করলে নজরদারির বিষয়টি আরও বাড়ানো যাবে বলেই মনে করা হচ্ছে।

Jadavpur University: এবার কি সারক্ষণ নজরে থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়? কর্তৃপক্ষের কাছে গেল পুলিশের চিঠি
যাদবপুর বিশ্ববিদ্যালয়Image Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 12, 2025 | 1:29 PM

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ প্রবেশে বরাবরই অনিহা ছাত্রদের একাংশের। এমনকী সিসিটিভি বসানো নিয়েও কম জলঘোলা হয়নি। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ঘটনা ঘটেছে তারপর এবার কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ আউটপোস্ট? কারণ,সেখানে আউটপোস্ট করতে চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি পুলিশের।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে লালবাজার পুলিশের তরফে। যেখানে বলা হয়েছে তাঁরা পুলিশ আউটপোস্ট করতে চায় সেখানে। এই আউটপোস্ট করলে নজরদারির বিষয়টি আরও বাড়ানো যাবে বলেই মনে করা হচ্ছে। এর আগে ওমপ্রকাশ মিশ্র বিশ্ববিদ্যালয়ে পৌঁছতেই তাঁকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়ারা স্লোগান দিয়েছিল। সেই সময় সিভিল পোশাকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেছিল পুলিশ।

এসএফআই (SFI)-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “যাঁরা দিনের পর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে হুমকি দিচ্ছে, তাঁদের উপর নজরদারি করার কোনও প্রয়োজনীয়তা পুলিশ মনে করছে না। অথচ এই শিক্ষা প্রতিষ্ঠান দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এমনকী এই প্রতিষ্ঠানই রাজ্য়ের শিক্ষার মান ধরে রেখেছে। এখন এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর অশান্তি অব্যাহত রাখবে বলে এই ভাবনা চিন্তা করা হচ্ছে। আসলে এখন বোঝাই যাচ্ছে, সরকার সরাসরি বিশ্ববিদ্যালয়ের ভিতরে অশান্তি অব্যাহত রাখতে চাইছে।”