কলকাতা: জামাই আদরের সুযোগ মেলে এই একটা দিনই। তাই আয়োজনে কোনও খামতি রাখতে চান না শ্বশুর-শাশুড়িরা। কিন্তু যত দিন যাচ্ছে, বদলাচ্ছে জামাই ষষ্ঠীর চল। বাড়িতে এলাহি আয়োজনের বদলে অনেকেই রেস্তোরাঁয় নিয়ে গিয়ে জামাইষষ্ঠী থালি দিয়েই আপ্যায়ন করছেন জামাইকে। আর করবেন নাই বা কেন, বাজারে যা দাম, তার তুলনায় রেস্তোরাঁর ১০০০-২০০০ টাকার থালিও সস্তা বলেই মনে হয়।
সবজি থেকে শুরু করে ফল, মাছ-মাংস, যেদিকেই তাকান না কেন, জামাইষষ্ঠীতে গোটা বাজারেই আগুন। তাপপ্রবাহে যেমন গরম বাড়ছে, তাতে যেন আরও কয়েক ডিগ্রি যোগ করে দিচ্ছে তরি-তরকারি, মাছ-মাংসের দাম। আজ বাজার দর কেমন, এক নজরে দেখে নেওয়া যাক-
অন্যদিকে, জামাইষষ্ঠীতে মিষ্টির পসারও বিশাল। সকাল থেকেই মিষ্টির দোকানগুলিতে লম্বা লাইন। বাটার স্কচ, জলভরা, স্ট্রবেরি সন্দেশ, ডার্ক চকলেট ইত্যাদি নানা রকমের সন্দেশ আনা হয়েছে বিভিন্ন নামকরা মিষ্টির দোকানে।