
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়ে আটক তিন চাকরিহারা। ঠাকুরপুকুর থানার পুলিশের হাতে আটক হয়েছেন তাঁরা। তবে সৌরভের সঙ্গে দেখা হয়নি তাঁদের।
বস্তুত, আগামী ২১ এপ্রিল ‘পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ’ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সাংবাদিক বৈঠক করে তারা এই ঘোষণা করে। তাঁর বক্তব্য, প্রশাসনের সদর্থক কোনও ভূমিকা দেখতে না পাওয়ায় এই কর্মসূচির ঘোষণা করছেন তাঁরা। চাকরিহারারা বলেছিলেন, “সরকারের সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষকা ও শিক্ষা কর্মীরা। আমারও এই বঞ্চনার শিকার।” এই সংগঠন ইতিমধ্যেই তিলোত্তমার মা-বাবাকেও আমন্ত্রণ জানিয়েছেন, যাতে তাঁরা নবান্ন অভিযানের দিন উপস্থিত থাকেন।
এরপর মঙ্গলবার তাঁরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে উপস্থিত হন তাঁর বেহালার বাড়িতে। কিন্তু সৌরভ ছিলেন না। সেই কারণে দেখাও হয়নি তাঁদের। এ দিকে, চাকরিহারারা সেখানে পৌঁছনোর আগেই উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরা। বঞ্চিত চাকরিপ্রার্থীদের তিনজন প্রতিনিধি দল পৌঁছতেই আটক করা হয় তাঁদের। এরপর ঠাকুরপুকুর থানায় নিয়ে আসা হয়।
এ প্রসঙ্গে চাকরিহারা এক ব্যক্তি বলেন, “দাদার সঙ্গে মাননীয়ার একটা সুসম্পর্ক আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই উনি থাকেন। তাই আমরা চাইছি উনি যেন মুখ্যমন্ত্রীকে আমাদের বিষয়টি বলেন যাতে আমাদের একটা সমাধান হয়।সেই কারণে নবান্ন অভিযানে ওঁকে আমন্ত্রণ জানাতে এসেছি।”