কলকাতা: বছর কেটেছে। একটা পুজো কেটে আরও একটা পুজো এসে গিয়েছে। কিন্তু পরিবর্তন ঘটে না গান্ধী মূর্তির পাদদেশে থাকা চাকরি প্রার্থীদের। দু’টো পুজো কাটিয়ে তিন নম্বর পুজো এটা। আর রাস্তায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা। ষষ্ঠীর দিন গিয়ে দেখা গেল ৯৫০ দিনে পড়েছে তাদের এই অবস্থান ধরনা কর্মসূচি। আর তাঁদের সঙ্গে এ দিন দেখা গেল ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
এ দিন, পুজোর প্রসঙ্গ উঠতেই হাউ হাউ করে কেঁদে ফেললেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। কান্না ভেজা কণ্ঠে তাঁদের দাবি অবিলম্বে তাদের নিয়োগ দেওয়া হোক। অপরদিকে, আজ মীনাক্ষী তাঁদের আন্দোলনে যোগ দেন। চাকরিপ্রার্থীদের সঙ্গে পুজোর শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টিমুখের আয়োজন করেন তাঁরা।
মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “সান্তনা দিতে আসিনি। ওনাদের লড়াইয়ে সামিল হতে এসেছি। ডিওয়াইএফআই এই লড়াইয়ে রয়েছে। ওনাদের লড়াই এগিয়ে যাওয়ার বার্তা দেয়। আসলে সরকার চাইছে এরা বসে থাকুক। তারা চাইছে লড়ে কোনও লাভ নেই। যা বলছি তা শুনে নেবে। কিন্তু এরা তো মানুষ। যা বলবে তা করতে হবে।”