কলকাতা: বেহালার বড়িশা হাইস্কুলের ছাত্র সৌরনীলের মৃত্যুর স্মৃতি এখনও ফিকে হয়নি। তার মধ্যেই আবারও ঠাকুরপুকুরে দুর্ঘটনা। স্কুল বাসের ধাক্কায় গুরুতর আহত ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় তাকে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অস্ত্রোপচার হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তার বাবার আঘাত গুরুতর নয়। তিনিও ওই হাসপাতালে ভর্তি। ঠাকুরপুকুরের জোকার দুর্ঘটনায় আবারও ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ। জানা দিয়েছে, আহত ছাত্রের নাম স্নেহাল মধু। স্নেহাল বিবেকানন্দ মিশনের দ্বাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, জোকার দিক থেকে একটি স্কুল বাস আসছিল। তখন এই ছাত্র তার বাবার সঙ্গে বাইকে বিবেকানন্দ মিশন স্কুলে যাচ্ছিল। স্কুল বাসটির সামনে বাইক চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাসটি বাইকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যান দুজনেই।
শিশুটির মাথায় গুরুতর চোট লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে যায়। ঠাকুরপুকুর থানার তরফ থেকে স্কুল বাস আটক করা হয়েছে। চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। স্কুল ছাত্রের অবস্থা সঙ্কটজনক ইএসআই হসপিটালে ভর্তি রয়েছে অস্ত্রোপচারের জন্য। বাবা ও হালকা বিস্তর আহত হয়েছে সেও ইএসআই হসপিটালে ভর্তি।
বছর দুয়েক আগে বেহালার বড়িশা হাইস্কুলের সামনে লরির ধাক্কায় প্রথম শ্রেণির ছাত্র সৌরনীলের মৃত্যু হয়। সে সময়ে ক্ষোভে ফুঁসে উঠেছে বেহালা। আবারও এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই শহরের গতির নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে।