Joy Goswami: ‘যদি আমার মেয়ের ক্ষেত্রে ঘটত…’, আরজি করকাণ্ডে মুখ খুললেন জয় গোস্বামী

Aug 15, 2024 | 5:02 PM

Joy Goswami: জয় গোস্বামী বলেন, বয়সজনিত কারণে তিনি পথে নামতে পারছেন না। তবে ঘর থেকেই জারি রয়েছে তাঁর প্রতিবাদ। জয় গোস্বামী বলেন, "আমি এখন একজন বৃদ্ধ, অথর্ব। আমার প্রতিকার করার ক্ষমতা নেই। আমি একান্তভাবে চাই মেয়েরা কার্যক্ষেত্রে, জীবনক্ষেত্রে সুরক্ষিত ভাবে চলাচল করুক। তাদের উপর কখনওই যেন আর এমন নৃশংসতা না হয়। এর সুনির্দিষ্ট বিচার হোক। অপরাধীরা সকলে শাস্তি পাক।"

Joy Goswami: যদি আমার মেয়ের ক্ষেত্রে ঘটত..., আরজি করকাণ্ডে মুখ খুললেন জয় গোস্বামী
কবি জয় গোস্বামী।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: আরজি করের পিজিটি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে উত্তাল কলকাতা। গোটা বাংলা পথে নেমেছে। কলেজ স্ট্রিট থেকে কালনা, যাদবপুর থেকে দুর্গাপুর, দাবি একটাই- অপরাধীদের দৃষ্টান্তমূলত শাস্তি। এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন কবি জয় গোস্বামী। এক ভিডিয়ো বার্তায় জয় গোস্বামী বলেন, একজন মেয়ের বাবা হিসাবে তিনি চিন্তিত, উদ্বিগ্ন।

জয় গোস্বামী ভিডিয়ো বার্তায় বলেন, “কয়েক রাত্রি ধরে আমি ঘুমোতে পারছি না। আমি খেতে বসতে পারছি না। আমার খালি মনে হচ্ছে এই ঘটনা যদি আমার মেয়ের ক্ষেত্রে ঘটত? আমি ভাগ্য়বান যে আমার মেয়ের সঙ্গে ঘটেনি। কিন্তু যে নির্দয়ভাবে, নৃশংসভাবে মেয়েটিকে যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে। সেই কথা জানার পর তাঁর মা, বাবার মনের অবস্থা কী সেটাই আমি ভাবছি।”

জয় গোস্বামী বলেন, বয়সজনিত কারণে তিনি পথে নামতে পারছেন না। তবে ঘর থেকেই জারি রয়েছে তাঁর প্রতিবাদ। জয় গোস্বামী বলেন, “আমি এখন একজন বৃদ্ধ, অথর্ব। আমার প্রতিকার করার ক্ষমতা নেই। আমি একান্তভাবে চাই মেয়েরা কার্যক্ষেত্রে, জীবনক্ষেত্রে সুরক্ষিত ভাবে চলাচল করুক। তাদের উপর কখনওই যেন আর এমন নৃশংসতা না হয়। এর সুনির্দিষ্ট বিচার হোক। অপরাধীরা সকলে শাস্তি পাক।”

বুধবার রাতে আরজি কর হাসপাতালে যে দুষ্কৃতীতাণ্ডব চলেছে, তারও তীব্র নিন্দা করেন জয় গোস্বামী। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে একদল দুর্বৃত্ত ঢুকে ভাঙচুর চালিয়ে আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। যাঁরা আরজি করের নির্যাতিতার পাশে দাঁড়াচ্ছেন, তাঁদের কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে গত রাতে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article