‘পরের ভোটে সরকার গড়বে বিজেপি’, দিলীপদের পেপটক নাড্ডার, মিমিকে টেনে খোঁচা রাজ্যকে

ঋদ্ধীশ দত্ত |

Jun 29, 2021 | 8:05 PM

JP Nadda Bengal BJP: এ দিনের বক্তব্যের বেশিরভাগ অংশেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন নাড্ডা।

পরের ভোটে সরকার গড়বে বিজেপি, দিলীপদের পেপটক নাড্ডার, মিমিকে টেনে খোঁচা রাজ্যকে
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: একুশে হয়নি। এ বার ছাব্বিশকে পাখির চোখ করে এ রাজ্যে নতুন উদ্যমে পথচলা শুরু করতে চাইছে বিজেপি। মঙ্গলবার বঙ্গ বিজেপির কার্যকরী বৈঠকে এমটাই সাফ করে দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। দিল্লি থেকে ভার্চুয়ালি এই সভায় যোগ দিয়ে রাজ্যের নেতাদের চাঙ্গা করতে পেপটক দেন তিনি। বলেন, “এ বার আমরা ৩ থেকে ৭৭-এ এসেছি। আগামী ৫ বছরে বিজেপি আরও একটা বড় লাফ দেবে এবং পরবর্তী নির্বাচনে সরকার গঠন করবে।”

নাড্ডার এ দিনের বক্তব্যের বেশিরভাগ অংশেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। রাজ্যের প্রশাসনিক প্রধান একজন মহিলা হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা ভোটের পর থেকে আরও বৃদ্ধি পেয়েছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়াও তাঁর অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় বিজেপির অসংখ্য কর্মী গৃহহীন হয়ে পড়েছেন। শয়ে শয়ে বিজেপি কর্মী-সমর্থকের বাড়ি ভেঙে ফেলা হয়েছে, বা আগুনে পুড়িয়ে দিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অন্যান্য রাজ্যের উদাহরণ টেকে তাঁর শ্লেষ, “কেরল, পুদুচেরি, অসমেও নির্বাচন হয়েছে। কিন্তু সেখানে হিংসার ঘটনা ঘটেনি। কারণ সেখানে তৃণমূল নেই। যেখানে তৃণমূল থাকবে, সেখানেই হিংসার ঘটনা ঘটবে।”

আরও পড়ুন: হারা আসনে ময়নাতদন্তের পক্ষে শুভেন্দু, সঙ্গে একাধিক পরামর্শ নেতাদের

অন্যান্য বিষয়ের পাশাপাশি ভুয়ো টিকা-কাণ্ডের প্রসঙ্গ টেনেও এ দিন রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন বিজেপির শীর্ষ নেতার। তাঁর কথায়, “কোভিড ১৯-এর টিকা নিয়েও যদি কোথাও দুর্নীতি হয় সেটাও একমাত্র পশ্চিমবঙ্গে। সাংসদ মিমি চক্রবর্তীকে জাল ভ্যাকসিন দেওয়া হল। আপনারা যদি এই দুর্নীতিকে সমর্থন করেন, তাহলে এ বার মন্ত্রীরাও ভুয়ো টিকা পেতে শুরু করবেন।” নাড্ডার কথায়, “দুর্নীতি, তৃণমূল এবং মমতাজি এখন সমার্থক হয়ে গিয়েছে। যেখানে তৃণমূল এবং মমতাজি থাকবেন, সেখানেই অরাজকতা এবং দুর্নীতি গজিয়ে উঠবে।”

আরও পড়ুন: শুভেন্দু ৩, দিলীপ ১! বিজেপির বৈঠকে পেশ রাজনৈতিক প্রস্তাব

 

Next Article