JU: সেদিন রাতে সৌরভ কি স্বপ্নদীপের ফোন কেড়েছিলেন? তদন্ত এগোচ্ছে, মিলছে নতুন নতুন মোড়

Susovan Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Aug 12, 2023 | 8:16 PM

Lalbazar: লালবাজার সূত্রে জানা গিয়েছে, স্বপ্নদীপ সেদিন বাড়িতে ফোন করে রাতের দিকে বলেছিলেন, 'ভাল নেই'। পুলিশ সূত্রে খবর, সৌরভ তাঁর কাছ থেকে ফোন নিয়ে সে সময় বলেছিলেন, সব ঠিক আছে।

JU: সেদিন রাতে সৌরভ কি স্বপ্নদীপের ফোন কেড়েছিলেন? তদন্ত এগোচ্ছে, মিলছে নতুন নতুন মোড়
ছাত্রমৃত্যুতে ধৃত সৌরভ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভ চৌধুরী এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী। হস্টেল থেকে পড়ে নিহত ছাত্রের মৃত্যুতে খুনের অভিযোগ দায়ের করেন নিহতের বাবা। সেখানেই প্রথমবার উঠে আসে সৌরভের নাম। স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে সৌরভের ভূমিকা কী তা খতিয়ে দেখা হচ্ছে। এরইমধ্যে পুলিশ সূত্রে উঠে আসছে নানা তথ্য। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সৌরভ চৌধুরী জিজ্ঞাসাবাদের প্রথমপর্বে নিজেকে পুরোপুরি নির্দোষ প্রমাণের চেষ্টা করেছে। এমনও লালবাজার সূত্রে খবর, বুধবার রাতে ঘটনাস্থলে সৌরভ ছিলেন। এমনও সূত্রের দাবি, সৌরভের কথা হস্টেলে খুবই গুরুত্ব পায়। বিভিন্ন গ্রুপেও তাঁর জনপ্রিয়তা যথেষ্ট।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, স্বপ্নদীপ সেদিন বাড়িতে ফোন করে রাতের দিকে বলেছিলেন, ‘ভাল নেই’। পুলিশ সূত্রে খবর, সৌরভ তাঁর কাছ থেকে ফোন নিয়ে সে সময় বলেছিলেন, সব ঠিক আছে। শুক্রবার রাতে ৬ জন ছাত্র ও শনিবার সকাল থেকে ৭ জন ছাত্র-সহ নিরাপত্তারক্ষী ও অন্যান্য কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেই লালবাজার সূত্রে জানা গিয়েছে।

প্রায় ১০ জনকে সাক্ষী হিসাবে নোটিসও দেওয়া হয়েছে বলে খবর। যার মধ্যে বর্তমান ছাত্ররা যেমন আছেন, আছেন প্রাক্তন পড়ুয়ারাও। পুলিশ সূত্রে আরও খবর, স্বপ্নদীপ নিজেই ঝাঁপ দিয়েছেন বলে জানিয়েছেন সৌরভ। অন্যদিকে তাঁর মোবাইল ফোন থেকে এখনও কোনও ভিডিয়ো পাওয়া যায়নি।

Next Article