
কলকাতা: হাসপাতালের বিছানায় শুনে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। বামেদের দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে চাপা পড়েছেন তিনি। অপরদিকে, তৃণমূল সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। তাদের বক্তব্য, যতটা আঘাত দেখানো হচ্ছে, ততটা জখম হননি ওই পড়ুয়াকে। এবার এই বিষয়েই মুখ খুললেন ইন্দ্রানুজের বাবা অমিত রায়। তাঁর স্পষ্ট দাবি, ছেলের অসুস্থতা নিয়ে রাজনীতি বন্ধ হোক।
হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, ইন্দ্রানুজের চোখে ও পায়ের পাতায় আঘাত লেগেছে। বেডে শুয়ে যাদবপুরের পড়ুয়া বলেন, “পায়ের পাতা ও চোখে আঘাত লেগেছে।” ?যদিও, মঙ্গলবারই তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেছেন,”কেউ বিশ্বাস করেনি। এত বড় গাড়ি চলে গেলে শুধু চোখে চোট লাগে? কীভাবে সম্ভব? যদি চোখের উপর দিয়ে টায়ার যায় তাহলে তার আগে নাকের হাড়, চোখের হাড়, ভাঙতে হবে। কিন্তু ইন্দ্রানুজের কী হয়েছে? ওর শুধু চোখে লেগেছে।” এবার এই নিয়ে অমিতবাবু বলেন, “কেউ কেউ রাজনীতি করার চেষ্টা হচ্ছে। আমার অনুরোধ এটা নিয়ে রাজনীতি করবেন না। আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরবে।” তাঁর প্রশ্ন, “গাড়ির নীচে পড়ে আরও বড় ক্ষতি হলে খুশি হতেন?”
এ দিন, তিনি আরও জানিয়েছেন, ইন্দ্রানুজ ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবারই ইন্দ্রানুজের বাবাকে ফোন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। সেকথা টিভি ৯ বাংলাকে সে কথা নিজেই জানিয়েছেন। ইন্দ্রানুজের বাবা জানান, ‘গতকাল সন্ধ্য়ায় শিক্ষামন্ত্রীর সঙ্গে মোট দু-তিন মিনিট ফোনে কথা হয়েছে। যাদবপুরে সেদিন যা ঘটেছে, তা নিয়ে উনি অনুতপ্ত। পাশাপাশি, এই ঘটনায় উনি কষ্ট পেয়েছেন, বলেও জানান আমাকে।’