Justice Ganguly on Kunal Ghosh: কুণালের দরাজ প্রশংসায় বিচারপতি গাঙ্গুলি, ‘মানুষটিকে ভাল লেগেছে…’

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

Mar 03, 2024 | 8:26 PM

Justice Ganguly on Kunal Ghosh: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি এটুকু মন্তব্য করতে পারি, কুণালবাবুর সঙ্গে আমার হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজনীতি নিয়ে নয়, সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আমার মানুষটিকে ভাল লেগেছে। কুণাল ঘোষ মুখপাত্র হিসাবে যতই আমাকে আক্রমণ করে থাকুন, কুণালবাবুকে আমার মানুষ হিসাবে ভাল লেগেছে।"

Justice Ganguly on Kunal Ghosh: কুণালের দরাজ প্রশংসায় বিচারপতি গাঙ্গুলি, মানুষটিকে ভাল লেগেছে...
বিচারপতি গঙ্গোপাধ্যায় ও কুণাল ঘোষ ( ছবি সৌজন্যে - কুণাল ঘোষের ফেসবুক পেজ)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারই ইস্তফা দেবেন, রবিবার নিজেই সে কথা জানিয়েছেন। তাঁর ইস্তফার খবরে জোর চর্চা শুরু হয়েছে। রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তৃণমূল নেতা কুণাল ঘোষ এদিন স্বাগত জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এও বলেছেন, “এ ধরনের মানুষ রাজনীতিতে এলে ভাল”। কুণালের এই বক্তব্য প্রসঙ্গে কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে এক সাংবাদিক কুণালের শুভেচ্ছাবার্তার বিষয়ে বিচারপতিকে জানান। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা যায় মানুষ হিসাবে কুণালের প্রশংসা।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি এটুকু মন্তব্য করতে পারি, কুণালবাবুর সঙ্গে আমার হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজনীতি নিয়ে নয়, সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আমার মানুষটিকে ভাল লেগেছে। কুণাল ঘোষ মুখপাত্র হিসাবে যতই আমাকে আক্রমণ করে থাকুন, কুণালবাবুকে আমার মানুষ হিসাবে ভাল লেগেছে।”

বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কুণাল ঘোষের নিশানার মুখে পড়তে হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বিচারপতির একাধিক নির্দেশ নিয়ে সরব হয়েছেন তৃণমূলের এই নেতা। তবে এদিন কুণাল বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকবে। তবে গুরুত্বপূর্ণ পেশা থেকে যদি কেউ রাজনীতিতে আসেন, তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে তা স্বাস্থ্যকর বা ইতিবাচক।”

অন্যদিকে এদিন কুণাল ঘোষের দরাজ প্রশংসা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য, রাজনীতিবিদ হিসাবে কুণাল অনেক কিছুই বলতে পারেন। তবে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা উল্লেখযোগ্য। বিচারপতি বলেন, “উনি তো সাংসদ ছিলেন, বহুদিন রাজনীতি করছেন। আমি কথা বলে যতটুকু বুঝেছি, কথা বলে ভাল লেগেছে।”

Next Article