Weather Update: গরমের হাত থেকে নিস্তার কবে? কোথায় কোথায় বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর

Kalbaisakhi: বিকেলেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টি শুরু হয়েছে ঘাটাল, দাসপুর চন্দ্রকোনায়। গরমের হাত থেকে কিছুটা নিস্তার পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ। তবে শিলা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা ধান, তিল, বাদাম চাষে।

Weather Update: গরমের হাত থেকে নিস্তার কবে? কোথায় কোথায় বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Apr 17, 2025 | 9:49 PM

কলকাতা: পূর্বাভাস ছিল। তা সত্যিই করেই বৃহস্পতিবারের দুপুর থেকেই কালো মেঘে ছেয়ে গেল কলকাতার আকাশ। একাধিক জেলায় দুপুর থেকেই শুরু বৃষ্টি। তবে বেশিরভাগ জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি। ৫০ কিলোমিটার ঘণ্টায় গতিবেগ পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইতে পারে কলকাতার কিছু অংশে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ছিল পশ্চিম মেদিনীপুরের নানা প্রান্তে। এদিন সেই পূর্বাভাসও মিলে গিয়েছে। 

বিকেলেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টি শুরু হয়েছে  ঘাটাল, দাসপুর চন্দ্রকোনায়। গরমের হাত থেকে কিছুটা নিস্তার পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ। তবে শিলা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা ধান, তিল, বাদাম চাষে। ঝড়ের মধ্যে আবার দাসপুরে দাসপুর থেকে মেদিনীপুরগামী রাজ্য সড়কের বৈকন্ঠপুর এলাকায় রাস্তার উপর গাছ পড়ে যায়। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধও হয়ে যায়। স্থানীয়রাই গাছ কাটার কাজে হাত লাগান। অন্যদিকে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আবার বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত আরও দুই। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার দস্তুরপাড়া-গোবরগাড়া মাঠ এলাকায়। 

হাওয়া অফিস বলছে বেশিরভাগ জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ৭ জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে, আগেই বলেছিল হাওয়া অফিস। বিকালে মোটামুটি সেই ছবিই দেখা যায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়াতে কালবৈশাখীর পূর্বাভাস ছিল। শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুরে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়াতে।