Kalbaisakhi: চার-ছক্কায় ঝাঁঝাল ইনিংস কালবৈশাখীর, বৃষ্টির দাপট আর কতদিন? কী বলছে হাওয়া অফিস

Kalbaisakhi: হাওয়া অফিস বলছে, উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে।

Kalbaisakhi: চার-ছক্কায় ঝাঁঝাল ইনিংস কালবৈশাখীর, বৃষ্টির দাপট আর কতদিন? কী বলছে হাওয়া অফিস
কী বলছে হাওয়া অফিস? Image Credit source: Getty image

| Edited By: জয়দীপ দাস

May 02, 2025 | 7:24 PM

কলকাতা: বৃহস্পতিবার রাতে তুমুল ঝড়-বৃষ্টির সাক্ষী থেকেছে গোটা বাংলা। বারাসত থেকে বেহালা, একাধিক জায়গায় গাছ চাপা পড়ে মৃত্যুর খবরও এসেছে। আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গে শুক্রবারও সাত জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারের উপরেও থাকতে পারে। 

হাওয়া অফিস বলছে, উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। ঝড়ের প্রাবল্য সবথেকে বেশি থাকতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে।

পাশাপাশি রবিবারও দক্ষিণবঙ্গের সাত থেকে আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে দুর্যোগের ছবি দেখা যেতে পারে। একইসঙ্গে আগামী সপ্তাহে সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে আগামী ৭ দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।