Asha Worker: এবার কালীঘাট অভিযান আশা কর্মীরা, রাসবিহারীতে বিশাল জমায়েত

Asha Workers Protest: আশা কর্মীদের অভিযোগ, গত চারমাস ধরে তাঁদের ইনসেন্টিভ বকেয়া রয়েছে। তাই তা দ্রুত মিটিয়ে দেওয়ারও দাবিতে সরব হয়েছেন তাঁরা। তাঁদের আরও দাবি, তাঁদের চাকরির নিশ্চয়তা পাকা করতে হবে। পাশাপাশি যে সমস্ত মাতৃত্বকালীন ছুটি থেকে বাকি যে সমস্ত ছুটি রয়েছে সেগুলিও দ্রুত দেওয়ার দাবিতে সরব হয়েছেন।

Asha Worker: এবার কালীঘাট অভিযান আশা কর্মীরা, রাসবিহারীতে বিশাল জমায়েত
ফের রাজপথে বিশাল প্রতিবাদ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 22, 2025 | 3:15 PM

কলকাতা: দীর্ঘদিন থেকেই রাস্তায় রয়েছেন। এবার ফের রাস্তায় নামলেন। ভাতা বৃদ্ধি, বকেয়া ইনসেন্টিভের দাবিতে কালীঘাট অভিযানে আশা কর্মীরা। সকাল থেকেই রাসবিহারীতে চলছিল জমায়েত। দুপুরের মধ্যেই সংখ্যাটা কয়েক হাজারে পৌঁছে যায়। কার্যত অবরুদ্ধ হয়ে যায় রাসবিহারী চত্বর। ওঠে স্লোগান। শুধু কলকাতা নয়, রাজ্যের নানা থেকে ভিড় জমে আশা কর্মীদের। 

বর্তমানে আশা কর্মীরা মাসে ৫ হাজার ২৫০  টাকা করে পেয়ে থাকেন। তা বাড়ানোর জন্য দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছেন আশা কর্মীরা। এদিন ফের একবার সেই দাবি কলকাতার রাজপথে দাঁড়িয়ে জোরালভাবে জানাতে দেখা গেল আশা কর্মীদের। রাস্তার একাংশ অবরুদ্ধ করে চলে প্রতিবাদ। ফের একবার সামনে আনা হয় ১০ দফা দাবি। 

আশা কর্মীদের অভিযোগ, গত চারমাস ধরে তাঁদের ইনসেন্টিভ বকেয়া রয়েছে। তাই তা দ্রুত মিটিয়ে দেওয়ারও দাবিতে সরব হয়েছেন তাঁরা। তাঁদের আরও দাবি, তাঁদের চাকরির নিশ্চয়তা পাকা করতে হবে। পাশাপাশি যে সমস্ত মাতৃত্বকালীন ছুটি থেকে বাকি যে সমস্ত ছুটি রয়েছে সেগুলিও দ্রুত দেওয়ার দাবিতে সরব হয়েছেন। একইসঙ্গে কর্মরত অবস্থায় কোনও আশ কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দেওয়ার মতোও দাবি তুলেছেন তিনি। এক আশা কর্মী বলছেন, “আমাদের দাবি না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আমরা ধরনায় বসব।”