
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিজ্ঞপ্তি জারি করতেই হবে। মঙ্গলবার বিকালে সাংবাদিক বৈঠক করে চাকরিহারাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই নতুন করে বিক্ষোভ, কালীঘাটের সামনে চাকরিহারাদের বিক্ষোভে বুধবার সকাল থেকে উত্তেজনা। বিক্ষোভকারীদের পুলিশি ধরপাকড়। প্রিজন ভ্যানে তোলা হচ্ছে তাঁদের।
বিক্ষোভ দেখাচ্ছেন ‘নট স্পেসিফিক্যালি টেন্টেড’-দের একাংশ। তাঁদের বক্তব্য,১৮০৩ জন মতো ‘নট স্পেসিফিক্যালি টেন্টেড’ শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাঁরা স্কুলে যেতে পারছেন না, তাঁরা বেতনও পাচ্ছেন না। তাঁদেরই একাংশ বুধবার সকালে কালীঘাটের অদূরে হাজরা মোড়ের সামনে বিক্ষোভ দেখান। এক বিক্ষোভকারী বলেন, “আমরা কিন্তু নট স্পেসিফিক্যালি টেন্টেড। আমাদের বিরুদ্ধে দুর্নীতি এখনও প্রমাণ হয়নি। কিন্তু আমরা স্কুলে যেতে পারছি না, আমরা বেতনও পাচ্ছি না।”
এক বিক্ষোভকারী বললেন, “মুখ্যমন্ত্রী বলছেন, সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাচ্ছেন। কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে সেটাই জানাতে এসেছিলাম, যে আমরা স্কুলে যাচ্ছি না। আমরা ১৮০৩ জন স্কুলে যাচ্ছি না। আমাদের যে ওএমআর ইস্যু, তা প্রমাণিত নয়। আমাদের স্কুলে যেতে দিচ্ছে না। ডিআই অফিস থেকে নাম দেওয়া হয়নি।”
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশনের তরফ থেকে ‘যোগ্য’ শিক্ষকদের একটা প্রাথমিক তালিকা তৈরি করা হয়। সেই তালিকা পৌঁছে দেওয়া হয় স্কুলে স্কুলে। DI-দের কাছে তালিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর। জেলায় জেলায় স্কুল পরিদর্শকদের কাছে যায় তালিকা। ‘যোগ্য’দের কাজ চালিয়ে যেতে বলা হয়। কিন্তু সেই তালিকায় যাঁদের নাম ছিল না, তাঁরাই নিজেদের ‘নট স্পেসিফিক্যালি টেন্টেড’ বলে উল্লেখ করা হচ্ছে।