
কলকাতা: সকাল থেকে কম ‘নাটক’ হল না সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর জোকা-যাত্রা নিয়ে। তবে বিকাল গড়ানোর আগেই খবর এলো, শুক্রবার আর কাকু জোকা ইএসআই হাসপাতালে যাচ্ছেন না। ফিরতে হল ইডিকে। সূত্রের খবর, এসএসকেএমের মেডিক্যাল বোর্ডই মত দিয়েছে, আইসিসিইউ থেকে কাকুকে স্থানান্তর করা যাবে না। তাই এদিনও ‘গলা’ দেওয়া থেকে বিরতই থাকতে হল কাকুকে।
ইডি সূত্রে খবর, হাসপাতালের তরফে কাকুর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়েছে। পাশাপশি জানানো হয়েছে, আইসিইউয়ে চিকিৎসাধীন আছেন সুজয়কৃষ্ণ। ইডি আধিকারিক মিথিলেশ কুমার বলেন, “আজ হবে না। কবে হবে তাও জানি না। যখন এরা বলবে। কিছু মেডিক্যাল গ্রাউন্ডের কথা এরা বলছে। আইসিসিইউয়ে আছেন উনি। কাল ছিলেন না, আজ আছেন।”
প্রশ্ন উঠছে, তাহলে ইডির পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে? কাকুর শারীরিক অবস্থার উন্নতি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে তদন্তকারী সংস্থা। অথবা যেতে পারে আদালতে। এসএসকেএম হাসপাতালের তরফে শুক্রবার যে চিকিৎসা সংক্রান্ত নথি দেওয়া হয়েছে, সেই সব নথি এবং বৃহস্পতিবার কালীঘাটের কাকুর আচমকা অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হওয়া, সব কিছু উল্লেখ্য করে ফের আদালতের দ্বারস্থ হওয়ার পথও থাকছে ইডির।