AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cat Rescued from Airport: আদুরে বিড়াল ঢুকে পড়েছিল বিমানবন্দরে, ফিরে পেতে কেন্দ্রীয় মন্ত্রীকে টুইট কলকাতার কন্যার! ছুটল সিআইএসএফও

Cat: বিমানবন্দরের ভিতরে ঢোকার পর প্রায় দু'ঘণ্টা খোঁজের পর ধবধবে সাদা লিওকে দেখতে পান তিনি। সবুজ ঘাসে রোদের ছটায় যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছিল সোয়ানীর। একই সঙ্গে চোখ ঝাপাসাও।

Cat Rescued from Airport: আদুরে বিড়াল ঢুকে পড়েছিল বিমানবন্দরে, ফিরে পেতে কেন্দ্রীয় মন্ত্রীকে টুইট কলকাতার কন্যার! ছুটল সিআইএসএফও
বিমান বন্দরের গেট থেকে বেরিয়ে এলেন সোয়ানী। কোলে লিও। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Oct 29, 2021 | 10:51 PM
Share

কলকাতা: মাঝে কাঁটা তার মানেই আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় কেঁপে ওঠে আপনজনের বুক। প্রিয় মানুষ হোক কিংবা প্রিয় পোষ্য, হঠাৎ করে এমন ভাবে নাগাল ঠেলে দূরে গেলে কী যে অস্থিরতা মনের ভিতর ঘিরে ধরে তা যে সয়েছে, সে-ই একমাত্র জানে। দমদম বিমানবন্দর সংলগ্ন এলাকার সোয়ানী দে। তাঁর আদরের লিও সম্প্রতি এমনই এক কাণ্ড করে বসেছিল। তারপর…। সে এক গল্প বটে!

লিও এক বিড়াল ছানা। বিমানবিহার গঙ্গানগরে বিমানবন্দর লাগোয়া তার বাড়ি। সোয়ানী সে বাড়ির মেয়ে। তার কোলে পিঠেই ১১ মাসের আদুরে লিওর বেড়ে ওঠা। সোয়ানী জানান, বৃহস্পতিবার হঠাৎই সন্ধ্যার পর থেকে লিওর খোঁজ পাওয়া যাচ্ছিল না। গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজে রাতে বাড়ির ছাদে উঠে শুনতে পান ছোট্ট লিও কেঁদে ভাসাচ্ছে।

সোয়ানী জানান, “আমাদের বাড়িটা একেবারে বিমানবন্দরের পাঁচিলের ধারে। বিমানবন্দরের পাঁচিল কাঁটা ধারে ঘেরা। সেই পাঁচিল টপকেই ওপারে গিয়ে লিও পড়ে যায়। এরপর ওয়াচ টাওয়ার থেকে দেখা, সিআইএসএফের কনট্রোল বোর্ডে যোগাযোগ সবকিছুই করি। কর্তৃপক্ষ চেষ্টা করেছে যতটা যা করার। কিন্তু লিওকে ধরা যায়নি। শুক্রবার সকালে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে যাই।”

সোয়ানী জানান, অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ট্যাগ করে টুইটও করেন তিনি। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকেও ট্যাগ করা হয়। এরপর শুক্রবার সকালে বিমান বন্দর কর্তৃপক্ষের সমস্ত রকম সহযোগিতা পান তিনি। বিশেষ পাসেরও ব্যবস্থা করে দেওয়া হয় সোয়ানীকে। গ্রাউন্ড স্টাফারই গাড়িতে করে সোয়ানীকে নিয়ে যান।

বিমানবন্দরের ভিতরে ঢোকার পর প্রায় দু’ঘণ্টা খোঁজের পর ধবধবে সাদা লিওকে দেখতে পান তিনি। সবুজ ঘাসে রোদের ছটায় যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছিল সোয়ানীর। একই সঙ্গে চোখ ঝাপাসাও। দেড় দিনের টানা লড়াইয়েই এল সফলতা। বিমানবন্দরের ম্যানেজিং ডিরেক্টর থেকে অন্যান্য আধিকারিকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন লিওর জন্য। একবার তাকে দেখবে বলে।

কাঁটা তার মানেই বুকের ভিতর বাজতে থাকে ‘হারাই হারাই সদা ভয় হয়’। তবু সেই ভয়কে জয় করে সোয়ানী যখন তাঁর লিওকে বুকে আগলে বিমান বন্দরের গেট থেকে বেরিয়ে এলেন, এই কাঁটা তারই জন্ম দিল অন্য গল্পের। পরিচিত হাতের আদরে এ ভাবেই বেঁচে থাক সোয়ানী-লিওর ভালবাসার গান।

আরও পড়ুন: Fraud Arrest: ‘আবগারি কর্তা’ ওয়াইন শপের লাইসেন্স করে দেবেন বলে ১৭ লক্ষ টাকা নেন! তারপর…