KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ৬৪ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৭ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। এই ওয়ার্ডের মধ্যে রয়েছে পার্ক স্ট্রিট (মল্লিকবাজার), পার্ক সার্কাস, বেক বাগান এলাকার বিভিন্ন অংশ।
২০০৫ সাল ও ২০১০ সালের পুরভোটে এই ওয়ার্ড সিপিএমের দখলে থাকলেও ২০১৫ সালের পুরভোটে জয় হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের।
৬৪ নম্বর ওয়ার্ডের উত্তর দিকে পার্ক স্ট্রিট, সোহরাবর্দি এভিনিউ, গোরাচাঁদ রোড। পূর্ব দিকে ব্রাইট স্ট্রিট ও তিলজলা রোড। দক্ষিণ দিকে সার্কাস এভিনিউ, বেকবাগান রো, সামসুল হুদা রোড, ডাক্তার বীরেশ গুহ স্ট্রিট। পশ্চিম দিকে আচার্য জগদীশ বোস রোড ও ডাক্তার সুন্দরী মোহন এভিনিউ। কলকাতা পুলিশের বেনিয়াপুকুর ও কড়েঞা থানা এই ওয়ার্ডের মধ্যে পড়ে। কড়েঞা মহিলা থানার (সাউথ ইস্ট ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন তপসিয়া, বেনিয়াপুকুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক, কড়েঞা, তিলজলা, রবীন্দ্র সরোবর।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ৩১,২৮০ জন। এর মধ্যে ১৬,৬৫২ পুরুষ। ১৪,৬২৮ মহিলা।
২০০৫ সালের পুরভোটে ৬৪ নম্বর ওয়ার্ডে জয়ী হন সিপিএম প্রার্থী ফারজানা চৌধুরি। ২০১০ সালের পুরভোটেও নির্বাচিত হন সিপিএমের ফরজানা চৌধুরি। তবে ২০১৫ সালে পালা বদল ঘটে এই ওয়ার্ডে। জয়ী হন তৃণমূলের ইকবাল আহমেদ।
২০২১ সালের পুরভোটে এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সাম্মি জাহান। বিজেপি প্রার্থী দীপঙ্কর সাহা। সিপিআই প্রার্থী মহম্মদ আজম জাবেদ। কংগ্রেস প্রার্থী জাহিদ হোসেন।
বালিগঞ্জ || ওয়ার্ড নম্বর- ৬৪ (বোরো- ৭) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | শাম্মী জাহান বেগম | ১৯০১৫ | ৯০.৭২ | ৫৫.৯২ |
বিজেপি | দীপঙ্কর সাহা | ৫৩১ | ২.৫৩ | ৩.৪১ |
বাম | মহম্মদ আজম জাভেদ | ৬১৩ | ২.৯২ | ৩৬.০৮ |
কংগ্রেস | হোসেন জাহিদ | ৭৩০ | ৩.৪৮ | ৩.১৯ |
অন্যান্য | – | – | – | ২.৮৩ |
বালিগঞ্জ || ওয়ার্ড নম্বর- ৬৪ (বোরো- ৭) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | ইকবাল আহমেদ | ১২,৩৮৩ | ৫৫.৯২ |
বিজেপি | মহিনুল ইসলাম | ৭৫৬ | ৩.৪১ |
বাম | ফরজানা চৌধুরী | ৭,৯৯১ | ৩৬.০৮ |
কংগ্রেস | তনভীর ইকবাল | ৭০৭ | ৩.১৯ |
অন্যান্য | – | ৩০৪ | ২.৮৩ |