বিপদের নাম ইয়াস, বিপর্যয় মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভাও
আমফানের কথা মাথায় রেখে এবার ২০টি বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
কলকাতা: আমফানের স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে ইয়াসের (Cyclone Yaas) চোখ রাঙানি শুরু। সঙ্গে আবার কোভিডের দ্বিতীয় ঢেউ। নাজেহাল কলকাতা। তবু অদমনীয় মনোভাব পুরসভা ও পুলিশের। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই কলকাতা পুরসভা, পূর্ত দফতর, সিইএসসি-সহ একাধিক দফতরের কর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছে কলকাতা পুলিশ।
আমফানের কথা মাথায় রেখে এবার ২০টি বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখছে কলকাতা পুলিশ। তৈরি রাখা হচ্ছে ক্যুইক রেসপন্স টিমও। গত বছর আমফানের তাণ্ডবে শহরজুড়ে গাছ আর বিদ্যুতের তার পড়েছিল। সে কথা মাথায় রেখেই কলকাতা পুলিশ ও পুরসভা এবার বহু গাছের বাড়তি ডাল ছেটে ফেলছে। খুলে ফেলা হয়েছে হোর্ডিং, ফ্লেক্সও। ইয়াস মোকাবিলায় কোনও খামতি রাখতে নারাজ কলকাতা পুরসভা।
আরও পড়ুন: গভীর নিম্নচাপ থেকে সোমবারই ঝড়ের রূপ ইয়াসের, সন্ধ্যার পর থেকে উপকূলে দাপট দেখাবে হাওয়া
বরো প্রতি পুরসভার দলের সঙ্গে একজন পুলিশের সার্জেন্ট থাকছে। ওয়ার্ড প্রতি সিইএসসির দু’টি দল থাকছে। বিপর্যয় মোকাবিলায় পুরসভার সঙ্গী হচ্ছে প্রায় ২৫০ জন সিইএসসি কর্মী। বিশেষ করে কোভিড পরিস্থিতিতে যাতে কোনও ভাবেই রাস্তায় অ্যাম্বুলেন্স না আটকে পড়ে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ঝড় মোকাবিলার সমস্ত প্রস্তুতি নিয়ে মঙ্গলবার বৈঠকে বসছেন দমকল মন্ত্রী সুজিত বসু। দফতরের জেলার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।