আর পাঁচটা মন্দিরের মতো নয়, ঠিক কেমন হবে নিউ টাউনের দুর্গা অঙ্গন?
২০২৭-এর সেপ্টেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার সময়সীমা ধার্য করা হয়েছে। তারপরই সাধারণ মানুষের জন্য খুলে যাবে সেই মন্দির। দুর্গাঙ্গনের জন্য বাজেট ধার্য করা হয়েছে, ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা। শুধু মন্দির নয়, এই অঙ্গনে থাকবে একটি মিউজিয়ামও।
:বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় আরও এক মন্দিরের শিলান্যাস। এই মন্দির তৈরি হচ্ছে কলকাতা শহরের একেবারে উপকন্ঠে। দিঘার মতোই এই মন্দির তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকেই। তবে প্রশাসনিক সূত্রে খবর, এই মন্দির আর পাঁচটা সাধারণ মন্দিরের মতো নয়।
২০২৭-এর সেপ্টেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার সময়সীমা ধার্য করা হয়েছে। তারপরই সাধারণ মানুষের জন্য খুলে যাবে সেই মন্দির। দুর্গাঙ্গনের জন্য বাজেট ধার্য করা হয়েছে, ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা। শুধু মন্দির নয়, এই অঙ্গনে থাকবে একটি মিউজিয়ামও। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার সঙ্গে সম্পর্কিত শিল্পকলা, পৌরানিক কাহিনী জায়গা পাবে ওই মিউজিয়ামে।
Latest Videos

