Rain Forecast: ডেডলাইন বুধবার! বর্ষা না এলেও ঘুরবে হাওয়া, বড়সড় পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়া দফতর

Rain Forecast: আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গেই থমকে রয়েছে মৌসুমী বায়ু। তবে দার্জিলিং-সহ উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে মনে করছে আলিপুর। দার্জিলি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Rain Forecast: ডেডলাইন বুধবার! বর্ষা না এলেও ঘুরবে হাওয়া, বড়সড় পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়া দফতর
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jun 08, 2025 | 10:26 AM

কলকাতা: দক্ষিণবঙ্গে এখনই পা রাখছে না বর্ষা। বৃষ্টির দাপট কমতেই ফের বাড়ছে গরম। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৬৫ থেকে ৯৪ শতাংশের মধ্যে। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণেই আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকছে। 

আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গেই থমকে রয়েছে মৌসুমী বায়ু। তবে দার্জিলিং-সহ উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে মনে করছে আলিপুর। দার্জিলি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিন নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চড়ছে পারদ। মালদা ও দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকছে। 

অন্যদিকে হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ১২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমই থাকবে বলে মনে করছেন আবহাওয়া দফতরের কর্তারা। হাওয়া অফিস বলছে, বুধবারের পর থেকে আবহাওয়ায় কিছু পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। তারপর থেকেই ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার বিকেলের দিকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকছে।