AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: কতদূর পড়াশোনা করেছেন জনাব ফিরহাদ হাকিম?

Firhad Hakim education qualification: নয়ের দশকের শেষ দিকে প্রথমবার কলকাতা পৌরনিগমের কাউন্সিলর নির্বাচিত হন ফিরহাদ হাকিম। আর প্রথমবার বিধায়ক নির্বাচিত হন ২০০৯ সালে। আলিপুর বিধানসভার উপনির্বাচনে জিতে বিধানসভায় পা রাখেন। ২০১১ সাল থেকে কলকাতা পোর্টের বিধায়ক তিনি। ২০১৮ সালের নভেম্বর থেকে কলকাতা পৌরনিগমের মেয়রের দায়িত্বও সামলে চলেছেন।

Firhad Hakim: কতদূর পড়াশোনা করেছেন জনাব ফিরহাদ হাকিম?
ফিরহাদ হাকিমImage Credit: TV9 Bangla
| Updated on: Dec 20, 2025 | 5:12 PM
Share

তিনি রাজ্যের মন্ত্রী। কলকাতার মেয়রও। চেতলা অগ্রণীর দুর্গাপুজোর অন্যতম উদ্যোক্তা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ববি সিম্পসনের নামে তাঁর ডাকনাম। ববি। খাতায় কলমে তিনি ফিরহাদ হাকিম। কিন্তু, নিজেই একাধিকবার বলেছেন, যখন প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন দেওয়ালে ফিরহাদ হাকিম নাম দেখে অনেকেই বুঝতে পারেননি। তড়িঘড়ি তিনি দেওয়ালে ববি হাকিম লিখতে বলেছিলেন। সেই ববি হাকিমের শিক্ষাগত যোগ্যতা কী? নির্বাচনী হলফনামায় কী জানিয়েছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী?

ফিরহাদ হাকিমের ঠাকুরদা বিহারের গয়া জেলা থেকে ব্যবসার জন্য কলকাতা এসেছিলেন। তারপর এখানেই বসবাস শুরু করেন। ফিরহাদের জন্ম ১৯৫৯ সালের ১ জানুয়ারি। কালীঘাট হাইস্কুলে পড়াশোনা করেছেন তিনি। ১৯৭৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের হেরম্বচন্দ্র কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হন তিনি। ১৯৭৯ সালে বি.কম পাশ করেন।

কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তারপর নয়ের দশকের শেষ দিকে প্রথমবার কলকাতা পৌরনিগমের কাউন্সিলর নির্বাচিত হন। আর প্রথমবার বিধায়ক নির্বাচিত হন ২০০৯ সালে। আলিপুর বিধানসভার উপনির্বাচনে জিতে বিধানসভায় পা রাখেন। ২০১১ সাল থেকে কলকাতা পোর্টের বিধায়ক তিনি। ২০১৮ সালের নভেম্বর থেকে কলকাতা পৌরনিগমের মেয়রের দায়িত্বও সামলে চলেছেন।

শুধু মন্ত্রিত্ব সামলানো হয়। দুর্গাপুজোর সময় চেতলা অগ্রণীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় তাঁকে। আবার নাতনির সঙ্গে তাঁর খোশমেজাজে সময় কাটানোর নানা ছবি সামনে আসে। ২০২১ সালে কলকাতা পৌরনিগমে জয়ের পর নাতনিকে কাঁধে নিয়ে তাঁর নাচ ভাইরাল হয়েছিল। ফিরহাদের তিন মেয়ে। তাঁদের নিয়ে গর্বিত কলকাতার মেয়র। নিজেই সেই কথা জানিয়েছেন। বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম একজন ব্যবসায়ী। মেজো মেয়ে সাবা হাকিম চিকিৎসক। এবং ছোট মেয়ে আফশা হাকিম আইন নিয়ে পড়াশোনা করেছেন।