Weather Update: বাংলাদেশে সক্রিয় ঘূর্ণাবর্ত, কতটা প্রভাব পড়বে বাংলায়?

Weather Update: এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৮২ থেকে ৯৫ শতাংশের মধ্যে।

Weather Update: বাংলাদেশে সক্রিয় ঘূর্ণাবর্ত, কতটা প্রভাব পড়বে বাংলায়?
ঝমঝমিয়ে বৃষ্টি (ফাইল ছবি) Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Aug 08, 2025 | 2:49 PM

কলকাতা: পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। একইসঙ্গে আবার মধ্য বাংলাদেশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার ওপর রয়েছে আরও একটি আপার এয়ার সার্কুলেশন। ফলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই চলবে বৃষ্টি। এদিন দক্ষিণবঙ্গে ক্ষেত্রে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের নানা জায়গায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। 

বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতাতেও। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হওয়া বইতে পারে। দিনভর মূলত মেঘলা আকাশই থাকবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৮২ থেকে ৯৫ শতাংশের মধ্যে। বৃষ্টিপাত খুব বেশি হয়নি। হয়েছে মাত্র ০.৪ মিলিমিটার। শনিবারও মোটের উপর একই ছবি দেখা যাবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। তবে রবিবার ও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোমবারে ফের অতি ভারী বৃষ্টি। অর্থাৎ আগামী তিনদিন একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবারে তো একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হবে কোচবিহারেও।